স্পোর্টস ডেস্ক:: ঘরের মাঠেই সিরিজ হারলো পাকিস্তান। ছয় ম্যাচ শেষেও নিষ্পত্তি না হওয়া সিরিজ সপ্তম ম্যাচে এসে ইংল্যান্ড জিতে নিয়েছে। মইন আলির দল সাত ম্যাচের টি-২০ সিরিজের শেষ ম্যাচে বাবর আজমদের হারিয়েছে ৬৭ রানের ব্যবধানে।
আগে ব্যাট করা ইংল্যান্ড ডেভিড মালান ও হ্যারি ব্রুকসের ব্যাটে ৩ উইকেটে ২০৯ রান তুলে। জবাবে খেলতে নামা পাকিস্তান ৮ উইকেটে ১৪২ রান তুলতে সমর্থ হয়।
২১০ রানের টার্গেটে খেলতে নামা পাকিস্তান শুরুতেই উইকেট হারিয়ে চাপে পড়ে যায়। যে চাপ থেকে দলটি আর ঘুরে দাঁড়াতে পারেনি। পাঁচ রানের মধ্যেই দুই উইকেট হারানো দলটি শেষ পর্যন্ত থেমে যায় ১৪২ রানে।
ইনিংসে প্রথম ওভারের শেষ বলে দলের মাত্র ৫ রানের মাথায় বাবর আজম ৪ রানে সাজঘরে ফিরেন। পরের ওভারেই সাজঘরে যান আরেক ওপেনার মোহাম্মদ রিজওয়ান। তিনি করেন মাত্র এক রান। শুরুর ধাক্কা সামলে উঠতে পারেনি পাকিস্তান। সর্বোচ্চ ৫৬ রান করে শান মাসুদ ব্যাট হাতে কিছুটা লড়াই করেন। ৪৩ বলের ইনিংসে তিনি চারটি চার ও একটি ছক্কা হাঁকান। এক চার ও এক ছয়ে ২৫ বলে ২৭ রান করেন খুশদিল শাহ। ১৯ রান আসে ইফতিখার আহমদের ব্যাট থেকে। এক অঙ্কের কোটা পেরুতে পারেননি অন্য কেউ।
ইংল্যান্ডের হয়ে ক্রিস ওয়াকস ৩টি ও ডেভিড উইলি ২টি করে উইকেট লাভ করেন।
এর আগে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নামা ইংল্যান্ড শুরু থেকেই ছিলো মারমুখি। পঞ্চম ওভারে জোড়া উইকেট হারানো দলটি দশম ওভারে হারিয়েছে তিন উইকেট। ম্যাচের পরের সময়টা পাকিস্তানের বোলাররা কোনো উইকেটই শিকার করতে পারেননি।
পঞ্চম ওভারের প্রথম বলে দলের ৩৯ রানের মাথায় ব্যক্তিগত ১৮ রানে ওপেনার অ্যালেক্স হিলস ফিরেন সাজঘরে। একই ওভারে কোনো রান সংগ্রহের আগে আরেক ওপেনার ফিল সল্ট ফিরেন ১২ বলে ২০ রানে। তিনে নামা ডেভিড মালান ঝড় তুলেন উইকেটে।
ইনিংসের দশম ওভারের পঞ্চম বলে বেন ডকেট যখন সাজঘরে ফিরেন ইংলিশদের রান তখন শতক পেরিয়েছে। ফিল সল্টের সাথে ৬২ রানের জুটি গড়ে ১০১ রানের মাথায় তিনি ফিরেন প্যাভেলিয়নে। তিন চার ও এক ছয়ে ১৯ বলে ৩০ রান করেন তিনি।
ডেভিড মালান শেষ পর্যন্ত অপরাজিত থাকেন ৭৮ রানে। মাত্র ৪৮ বলের ইনিংসটি তিনি সাজিয়েছেন আট চার ও তিন ছয়ে। এক চার ও চার ছয়ে ২৯ বলে ৪৬ রান করে অপরাজিত থাকেন হ্যারি ব্রুকস। দু’জনে মিলে যোগ করেন ১০৮ রান। তাতেই তিন উইকেটে ইংলিশদের সংগ্রহ হয়ে যায় ২০৯ রান।
পাকিস্তানের হয়ে মোহাম্মদ হাসনাইন ১টি উইকেট লাভ করেন।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০