স্পোর্টস ডেস্কঃ স্প্যানিশ লা লিগায় এখন থেকে দলের অধিনায়ক ছাড়া আর কেউ রেফারির সঙ্গে কথা বলতে পারবেন না। খবর স্প্যানিশ দৈনিক মার্কার। রেফারির সিদ্ধান্ত নিয়ে কথা বলতে পারবেন শুধু অধিনায়ক। কেউ নিয়ম না মানলে হলুদ কার্ড দেখানো হবে।
তবে কোনো দলের অধিনায়ক যদি গোলকিপার হন তবে তিনি রেফারির সঙ্গে কথা বলার জন্য একজনকে মনোনীত করতে পারবেন। সামনেই শুরু হতে যাচ্ছে ইউরোপের ফুটবলের নতুন মৌসুম। মৌসুমের শুরু থেকেই এই নিয়ম কার্যকর হবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে রেফারিদের সভায়।
গেল ইউরোতে এই নিয়ম চালুর আগে উয়েফার রেফারিং–বিষয়ক ব্যবস্থাপনা পরিচালক রবার্তো রোসেত্তি বলেছিলেন, ‘প্রতিটি ম্যাচে একজন রেফারিকে ২০০ থেকে ২৫০টি সিদ্ধান্ত নিতে হবে, মানে প্রতি ২২ সেকেন্ডে একটা। এর মধ্যে বিতর্কিত পরিস্থিতি থাকে, চাপের পরিস্থিতি থাকে। বিষয়গুলো বিশ্লেষক আর দর্শকেরা বিভিন্ন দৃষ্টিকোণ থেকে থাকেন। এখন রেফারি তার একটা সিদ্ধান্ত ২২ জনকে ব্যাখ্যা করা অসম্ভব। এতে যোগাযোগের সমস্যা হয়। দেখতেও বাজে লাগে। আমরা চাই, রেফারির সঙ্গে যোগাযোগ শুধু অধিনায়কই করবেন।’
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post