স্পোর্টস ডেস্কঃ লা লিগা শিরোপা ধরে রাখার অভিযানের শুরুটা সুখকর হলো না রিয়াল মাদ্রিদের। কার্লো আনচেলত্তির দল গতরাতে মায়োর্কার বিপক্ষে ১-১ গোলে ড্র করেছে। প্রতিপক্ষের মাঠে রোববার রাতে সবশেষ উয়েফা সুপার কাপের ফাইনালে খেলা একাদশ নিয়েই দলকে নামান রিয়াল কোচ। অর্থাৎ প্রথম থেকেই মাঠে ছিলেন ভিনিসিয়ুস জুনিয়র, রদ্রিগো, জুড বেলিংহাম ও কিলিয়ান এমবাপে। কিন্তু তারকায় ঠাসা এই দলটাই মৌসুমের প্রথম ম্যাচে খেল হোঁচট। গেল মৌসুমে ১৫তম স্থানে থাকা মায়োর্কার বিপক্ষে জয় নিয়েই ফেরা হলো না মাদ্রিদের দলটির।
চোখধাঁধানো আক্রমণভাগ নিয়ে শুরু থেকেই দাপুটে ফুটবল খেলে রিয়াল। ম্যাচজুড়ে ৬৭ শতাংশ বলের দখল ছিল তাদের কাছে। তবে জয় আর পাওয়া হয় নি। রদ্রিগো সফরকারীদের এগিয়ে নেওয়ার পর দ্বিতীয়ার্ধে সমতা টানেন মায়োর্কার ভেদাত মুরিচি। ম্যাচের ১১ মিনিটেই রদ্রিগোর গোলে এগিয়ে যায় রিয়াল। বক্সের ভেতর ভিনির দারুণ এক ব্যাকহিলে বল পান রদ্রিগো। এরপর জায়গা বের করে নিয়ে দুর্দান্ত এক শটে গোল করেন এই ব্রাজিলিয়ান ফরোয়ার্ড। দ্বিতীয়ার্ধের অষ্টম মিনিটে সমতায় ফেরে মায়োর্কা। রদ্রিগেসের কর্নারে জোরাল হেডে ঠিকানা খুঁজে নেন কসোভোর ফরোয়ার্ড মুরিচি। এরপর নির্ধারিত সময়ের সাথে যোগ করা মুহুর্তে রেফারির শেষ বাঁশি বাজার মুরিচিকে ফাউল করে লাল কার্ড দেখেন ফার্লান্দ মেন্দি। পরের লিগ ম্যাচে আগামী রোববার রিয়াল ভায়াদোলিদের বিপক্ষে এই ফরাসি ডিফেন্ডারকে পাবে না ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০