স্পোর্টস ডেস্কঃ ক্লাব ফুটবলের সবচেয়ে বড় দ্বৈরথ আজ। মৌসুমের প্রথম এল ক্লাসিকোতে মুখোমুখি হবে দুই চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনা। লা লিগায় শনিবার রাত সোয়া ৮টায় মাঠে নামবে ইউরোপের শীর্ষ দুই দল। বার্সেলোনার অলিম্পিক স্টেডিয়ামে মৌসুমের প্রথম এল ক্লাসিকোতে মুখোমুখি হবে দুই চিরপ্রতিদ্বন্দ্বী।
চলতি মৌসুমে এখনো অপরাজিত আছে বার্সেলোনা। কিন্তু ১০ ম্যাচ ২৫ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের শীর্ষে অবস্থান রিয়াল মাদ্রিদের। দুই আছে জিরোনা। ২৪ পয়েন্ট নিয়ে তিনে বার্সা। দু’দলের সবশেষ সব প্রতিযোগিতা মিলিয়ে শেষ ৬ দেখায় ৪ বারই জিতেছে কাতালানদের। তবে রিয়ালের আত্মবিশ্বাস জোগাবে দুই দলের শেষ সাক্ষাত। কোপা দেল রে’র দ্বিতীয় লেগে বার্সার জালে ১ হালি গোল দিয়েছিল কার্লো আনচেলত্তির শিষ্যরা।
এল ক্লাসিকো দিয়ে মাঠে ফিরতে পারেন ইনজুরিতে এর আগে দলের বাইরে থাকা রবার্ত লেভানডফস্কি, ফ্রেঙ্কি ডি ইয়ং, পেদ্রি। গতকাল দলের সঙ্গে অনুশীলনে দেখা গেছে তাদের। গত ৪ অক্টোবর চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্বে পোর্তোর বিপক্ষে ম্যাচে অ্যাঙ্কেলে চোট পান লেভা। ক্লাসিকোয় তিনি খেলবেন কি-না, সে ব্যাপারে নিশ্চিত করে কিছু বলেননি বার্সেলোনা কোচ জাভি হার্নান্দেজ। তবে জুল কুন্দে, রাফিনহারা ম্যাচের আগের দিন দলের সঙ্গে অনুশীলন করেছেন। তাদের সাথে পোলিশ তারকা লেভাকে দেখা গেছে।
অন্যদিকে টেবিল টপার রিয়ালের জন্য শীর্ষস্থানটা ধরে রাখতে হলে যেকোনো উপায়ে হার এড়াতে হবে। লিগের প্রথম ১০ ম্যাচ শেষে চিরপ্রতিদ্বন্দ্বীদের সঙ্গে ব্যবধানটা মাত্র ১ পয়েন্টের। গুরুত্বপূর্ণ ম্যাচে জুড বেলিংহ্যামকে নিয়ে শঙ্কার গুঞ্জন উড়িয়ে দিয়েছেন আনচেলত্তি। লা লিগার সর্বোচ্চ গোলদাতাকে ম্যাচের শুরু থেকেই পাবে মাদ্রিদের দলটি। ১০ ম্যাচে ৮ গোল করে উড়তে থাকা ইংলিশ মিডফিল্ডার এল ক্লাসিকোর অভিষেক করতে যাচ্ছেন এই ম্যাচ দিয়ে। অন্যদিকে অভিজ্ঞদের দিয়েই দল সাজানোর ইঙ্গিত দিয়েছেন বার্সা কোচ জাভি। তবে লা মাসিয়া থেকে মূল দলে আসা লামিন ইয়ামাল, ফারমিন লোপেজের সঙ্গে অভিষেক ম্যাচেই ইতিহাস গড়া মার্ক গিউদের ওপর ভরসা রাখতেও পারেন তিনি।
Discussion about this post