লা লিগায় সবচেয়ে কম বয়সে অ্যাসিস্ট করার রেকর্ড গড়লেন ইয়ামাল

0
65

স্পোর্টস ডেস্কঃ লা লিগার দারুণ আরেকটি জয় পেয়েছে বার্সেলোনা। রোববার ভিয়ারিয়ালের মাঠে আতিথ্য নিতে যায় কাতালানরা। প্রতিপক্ষের মাঠে বার্সা ম্যাচ জিতেছে ৪-৩ গোলের ব্যবধানে। এই ম্যাচে দারুণ এক রেকর্ড গড়েছেন দলটির তরুণ ফুটবলার লামিন ইয়ামাল।

ভিয়ারিয়ালের মাঠে ম্যাচের ১২ মিনিটে এগিয়ে যায় বার্সেলোনা। কর্নার থেকে বল পেয়ে ইয়ামালের ক্রসে গাভি দারুণ হেডে খুঁজে নেন জাল। এই অ্যাসিস্টে রেকর্ডে নাম লিখিয়েছেন ইয়ামাল। এই শতকে লা লিগায় তাঁর চেয়ে কম বয়সে কোনো খেলোয়াড় অ্যাসিস্ট করতে পারেননি।

১৬ বছর ৪৫ দিন বয়সী ইয়ামাল পেছনে ফেলেছেন সতীর্থ আনসু ফাতির রেকর্ড। ২০১৯ সালের সেপ্টেম্বরে ভ্যালেন্সিয়ার বিপক্ষে ১৬ বছর ৩১৮ দিন বয়সে সতীর্থকে দিয়ে গোল করিয়েছিলেন ফাতি। এবার গাভিকে দিয়ে গোল করিয়ে সেই রেকর্ড নিজের করে নিলেন ইয়ামাল।

গত রোববার কাদিজের বিপক্ষে বার্সার মূল একাদশে সুযোগ পেয়ে ইয়ামাল গড়েছেন আরও এক রেকর্ড। একুশ শতকে একাদশে সুযোগ পাওয়া সর্বকনিষ্ঠ খেলোয়াড় হিসেবে খেলেন তিনি। স্প্যানিশ তরুণ ফুটবলারের তখন বয়স ছিল ১৬ বছর ৩৮ দিন।

এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here