Home ফুটবল ক্লাব ফুটবল লা লিগার শিরোপায় চোখ রাখা জাভি- এই হারে কালিমা লাগবে না

লা লিগার শিরোপায় চোখ রাখা জাভি- এই হারে কালিমা লাগবে না

0
101

স্পোর্টস ডেস্ক:: কোপা ডেল রের সেমি থেকে রিয়াল মাদ্রিদ বিদায় করে দিয়েছে বার্সাকে। তবে এই হারে তেমন কোনো বড় সমস্যা দেখছেন না বার্সার কোচ জাভি হার্নান্দেজ। তার চোখ এখন লা লিগার শিরোপায়। জানিয়েছেন, রিয়ালের কাছে এই হারে তাতে কোনো কালিমা লাগবে না।

সুপার কাপ জিতেছেন, লা লিগার শিরোপাও জিতবেন। মৌসুমটা তাই অসফল নন জাভি। লা লিগায় ২৭ ম্যাচে ৭১ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে বার্সা। দুই থাকা রিয়ালের সমান ম্যাচে পয়েন্ট ৫৯। দুই দলের বাকী থাকা ১১ ম্যাচে ১২ পয়েন্টের এই ব্যবধান টপকে শিরোপা জেতা রিয়ালের জন্য অসম্ভবই। সম্ভাব্য দু’টি শিরোপা জেতায় জাভির চোখে মুখে তাই সন্তুুষ্টির ছাপ।

রিয়ালের বিপক্ষে ৪-০ গোলে হারের পর সংবাদ সম্মেলনে বার্সা কোচ জাভি শিরোপা চোখ রেখে এই হার তাতে কোনো কালিমা লাগবে না জানিয়ে বলেন, ‘আমরা সুপার কাপ জিতেছি এবং লা লিগায় ভালো করছি। সুপার কাপের পর লা লিগাও জিতলৈ মৌসুমটা খুব ভালো হবে। এই হারে তাতে কালিমা লাগবে না। হ্যাঁ আমরা আজ (গতকাল রাতের ম্যাচ) আঘাত পেয়েছি। রাতে ঘুমানো কঠিন হবে। কিন্তুু বৃহস্পতিবার থেকে আমরা জিরোনার বিপক্ষে ম্যাচটি নিয়ে ভাবব। আমরা কোপার সেমিফাইনালে হেরেছি, এখন লা লিগায় মনোযোগ দিতে হবে।’

এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here