স্পোর্টস ডেস্ক:: লা লিগার শিরোপা পুনরুদ্ধারে অ্যাটলেটিকো মাদ্রিদকে হারিয়ে আরো এক ধাপ এগুলো বার্সেলোনা। রিয়াল মাদ্রিদের চেয়ে ১১ পয়েন্ট বেশি নিয়া লিগ শিরোপা জয়ের পথেই আছে জাভির দল।
রাতের ম্যাচে অ্যাটলেটিকো মাদ্রিদকে ১-০ গোলের ব্যবধানে হারিয়েছে বার্সা। অ্যাটলেটিকো মাদ্রিদকে হারিয়ে টানা তিন ম্যাচ পর জয়ের খরা কাটালো জাভির দল।
ক্যাম্প ন্যুয়ে বার্সা জিতেছে ফেরান টরেসের গোলে। প্রথমার্ধেই ম্যাচের জয় সূচক একমাত্র গোলটি পায় বার্সেলোনা। ম্যাচের ৪৪তম মিনিটে একমাত্র গোলটি করেন টরেস।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০