স্পোর্টস ডেস্ক: ফুটবল জাদুকর লিওনেল মেসি, নেইমার, ক্রিশ্চিয়ানো রোনালদোদের-কে পিছনে ফেলে ২০১৫-২০১৬ মৌসুমে লা লিগার সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন অ্যান্তোনি গ্রিজম্যান। মঙ্গলবার মেসি-রোনালদোদের হারিয়ে গোটা বিশ্বকেই চমকে দিলেন অ্যাটলেটিকো মাদ্রিদের এই ফরাসি স্ট্রাইকার।
মঙ্গলবার ভ্যালেন্সিয়াতে অনুষ্ঠিত হয় লা লিগার এই পুরস্কার বিতরনী অনুষ্ঠান। মেসি-রোনালদোদের হটিয়ে এমন অর্জনে দারুণ রোমাঞ্চিত গ্রিজম্যান। জানিয়েছেন, ‘এই পুরস্কার আমাকে ভালো খেরতে আরও সহায়তা করবে।’
গত মৌসুমে ৩৮ ম্যাচ খেলে প্রতিপক্ষের জালে ২২বার বল জড়িয়েছেন গ্রিজম্যান। সতীর্থদের দিয়ে করিয়েছেন আরও ৬ গোল।
সেরা কোচের পুরস্কারটাও অ্যাটলেটিকো মাদ্রিদের শোকেসে। গত মৌসুমের সেরা কোচ হিসেবে বিজয়ীর হাসি হেসেছেন দিয়েগো সিমিওনে। তবে লা লিগার সেরা কোচের জন্য লুইস এনরিক মনোনীত না হওয়ায় ক্ষোভ ও হতাশা প্রকাশ করেছে বার্সেলোনার খেলোয়াড়রা। অনুষ্ঠানে দেখা যায়নি কাতালানদের কোচ, খেলোয়াড় কিংবা কোন কর্মকর্তাকেই।
এদিন ইউরোপের বাইরের সেরা ফুটবলারের পুরস্কার জিতেছেন বার্সেলোনার উরুগুইয়ান স্ট্রাইকার লুইস সুয়ারেজ। রিয়াল মাদ্রিদের স্বান্ত্বনা লুকা মদরিচের পুরস্কার। সেরা মিডফিল্ডার নির্বাচিত হয়েছেন তিনি। আর সেরা ফরোয়ার্ড নির্বাচিত হয়েছেন বার্সেলোনার আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি। সেরা গোলরক্ষক হয়েছেন জেন ওবলাক এবং সেরা রক্ষণসৈনিক হিসেবে মনোনীত হয়েছে দিয়েগো গোডিন।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/প্রি/০০