স্পোর্টস ডেস্ক:: মামলার প্যাঁচে পড়ে অবশেষে আইন সংশোধন করছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা। আর তাতে করে লা লিগা, প্রিমিয়ার লিগের ম্যাচ এবার ভিন্ন ভিন্ন দেশেও আয়োজন হবে।
যে কোনো দেশ তাদের ঘরোয়া লিগ যে কোনো দেশের যে কোনো ভেন্যুতে আয়োজন করতে পারবে। তাতে করে মায়ামি, জেদ্দা আর সিঙ্গাপুরে অভিজাত ক্লাবগুলোর ম্যাচ সরাসরি দেখার সুযোগ পাবেন সমর্থকেরা।
ফিফার নিয়ম অনুযায়ী ঘরোয়া লিগ নিজ দেশের চৌহদ্দিতেই আয়োজন করতে হবে। যে খানে ২০১৮ সালে মায়ামিতে লা লিগায় বার্সা ও জিরোনার ম্যাচ আয়োজন করা যায়নি। এই ঘটনার পরই ফুটবল সংগঠক রিলেভেন্ট স্পোর্টস যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের আদালতে মামলা ঠুকে দিয়েছিল বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফার বিরুদ্ধে।
এইক সংগঠন ২০১৯ সালে ইকুয়েডরের ঘরোয়া লিগের একটি ম্যাচ যুক্তরাষ্ট্রে আয়োজন করার উদ্যোগ নেয়। কিন্তুু সেবারও সফল হয়নি। ফিফার আইনের দোহাই দিয়ে ম্যাচটি বাতিল করে দেয় যুক্তরাষ্ট্র সকার ফেডারেশন (ইউএসএসএফ)। এবারো তারা ইউএসএসএফের বিরুদ্ধে মামলা করে আদালতে।
ফিফার বিরুদ্ধে মামলা দায়েরের প্রায় পাঁচ বছর পর সোমবার রিলেভেন্টের আইনজীবী জেফরি এল কেসলার ম্যানহাটনের ডিসট্রিক্ট কোর্টে মামলাটি বাতিল করার আবেদন করেন। কারণ ফিফা বিষয়টি আপোষে নিষ্পত্তি করছে। তারা আইন সংশোধন করছে। তবে ইউএসএসএফ আপোষ করেনি, ফলে তাদের মামলাটি চলবে।
ফিফা ঘরোয়া লিগ যে কোনো দেশে আয়োজনের জন্য আইন সংস্কারের উদ্যোগ নিয়েছে। ফলে এখন থেকে মায়ামি, জেদ্দা বা সিঙ্গাপুরসহ যে কোনো শহরে লা লিগা, প্রিমিয়ারলিগের মতো ম্যাচগুলো আয়োজনে আর কোনো বাঁধা রইল না।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০
Discussion about this post