স্পোর্টস ডেস্কঃ মৌসুম শুরু হতে না হতেই হোঁচট খেয়েছে বার্সেলোনা। নিজেদের ঘরের মাঠে হোয়ান গ্যাম্পার ট্রফি ম্যাচে মোনাকোর কাছে ৩-০ ব্যবধানে হেরেছে কাতালানরা। গত ১১ বছর তাদের থেকে এ ট্রফি ছিনিয়ে নিতে পারেনি কেউ। স্প্যানিশ ক্লাবকে আক্ষেপে পোড়ানো মোনাকো প্রথমবারের মতো ঐতিহাসিক এই ট্রফি জিতেছে।
এই পরাজয় থেকে খেলোয়াড়দের দ্রুত শেখার বার্তা দিয়েছেন বার্সা কোচ হান্সি ফ্লিক। তিনি বলেন, ‘এখনই (হারার) সঠিক সময়, মৌসুম শুরু হলে আর নয়। আমাদের এই ম্যাচ থেকে শিখতে হবে, সবকিছু বিশ্লেষণ করতে হবে, খেলোয়াড়দের দেখাতে হবে এবং ভালেন্সিয়ার বিপক্ষে শনিবার আরও ভালো করতে হবে। তবে এটা প্রাক-মৌসুম। আমি জানি এই দলটি আজকের চেয়ে অনেক ভালো খেলতে পারে। আমাদের হাতে এখন আরও পাঁচ দিন আছে এবং ভালেন্সিয়ার বিপক্ষে পরবর্তী ম্যাচের জন্য তাদের ভালোভাবে প্রস্তুত করব।’
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
































