স্পোর্টস ডেস্ক:: অবশেষে এলো আনুষ্ঠানিক ঘোষণা। আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী অধিনায়ক লিওনেল মেসি পাড়ি জমালেন যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারের দল ইন্টার মিয়ামিতে। এক সাক্ষাৎকারে পিএসজি ছেড়ে মিয়ামিতে যাওয়ার ঘোষণা দিয়েছেন তিনি।
এ মাস শেষেই মায়ামিতে যোগ দেবেন তিনি। চুক্তির আনুষ্ঠানিকতাও প্রায় চূড়ান্ত। বার্সেলোনা এবং আল হিলালে যাওয়ার সম্ভাবনা থাকলেও বিশ্ব ফুটবলের এই তারকা শেষ পর্যন্ত বেছে নিলেন আমেরিকার ক্লাবকে।
ইন্টার মায়ামিতে যাওয়ার বিষয়টি নিশ্চিত করে মেসি বলেন, ‘আমি সিদ্ধান্ত নিয়েছি যে আমি মিয়ামিতে যাচ্ছি। আমি এখনও এটি শতভাগ সম্মত হতে পারিনি এবং কিছু জিনিস প্রয়োজন, কিন্তু ঠিক আছে, আমরা সেখানে আমার পথ চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি।’ ইএসপিএন ফুটবলকে দেওয়া সাক্ষাৎকরে এসব বলেন আর্জেন্টাইন তারকা।
আগামী ৩০ জুন প্যারিস সেন্ট জার্মেইর (পিএসজি) সঙ্গে আনুষ্ঠানিকভাবে শেষ হয়ে যাবে বর্তমান চুক্তির মেয়াদ। পিএসজির হয়ে লিগ ওয়ানের শেষ ম্যাচে খেলতে নামার আগেই নিশ্চিত হয়ে গিয়েছিল মেসির প্যারিস ছাড়ার বিষয়টি। এরপর গুঞ্জন ওঠে তাঁর বার্সেলোনায় ফেরা নিয়ে। তেমনি সৌদি আরবের ক্লাব আল হিলালে যোগ দিতে যাওয়ার গুঞ্জনও ডালপালা মেলে।
তবে বুধবার বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, আল হিলালের চোখধাঁধানো পারিশ্রমিকের প্রস্তাব ফিরিয়ে দিতে প্রস্তুত মেসি। মেজর লিগ সকারের অন্যতম সেরা দল মিয়ামিকে বেছে নেওয়ার কারণ হিসেবে বেশ কিছু বিষয় উল্লেখ করা হয়েছে বিবিসির প্রতিবেদনে।
জানা গেছে মিয়ামিতে যোগ দিলে চুক্তির অংশ হিসেবে অ্যাপলের সাথে মুনাফা ভাগাভাগি এবং সেই সঙ্গে অ্যাডিডাসের শেয়ারের একটি অংশ দেয়ার প্রস্তাব দেয়া হয়েছে মেসিকে। এমনকি খেলা ছাড়ার পর নাকি এমএলএসের একটি ক্লাবের মালিকানাও দেয়া হবে তাকে!
এদিকে চলতি সপ্তাহের শুরুতেই মেসির বাবা হোর্হে মেসি জানিয়েছিলেন যে, বার্সেলোনাতে প্রত্যাবর্তনই মেসির বেশী পছন্দ। কিন্তু ক্লাবটির আর্থিক পরিস্থিতিই মুলত চুড়ান্ত চুক্তিকে অসম্ভব করে তুলেছিল। বিভিন্ন গণমাধ্যমের ভাষ্য অনুযায়ী শিগগিরই মিয়ামিতে অভিষেক ঘটতে যাচ্ছে সাত বারের ব্যালন ডি’অর বিজয়ীর।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০