স্পোর্টস ডেস্ক:: খেলোয়াড়ী জীবন শেষে আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি বার্সেলোনায়ই ফিরবেন। জীবনের বেশির ভাগ সময় কাটানো শহরটিতেই পড়ন্ত বেলা কাটাবেন তিনি। এবার তিনি সে দেশেই রিয়েল এস্টেট ব্যবসায় নামলেন আরো বড় পরিসরে। স্পেনে আত্মপ্রকাশ করেছে মেসির মালিকানাধীন একটি রিয়েল এস্টেস কোম্পানী। যে কোম্পানীর চেয়ারম্যান তিনি নিজেই।
২২ কোটি ৩০ লাখ ইউরোর এই কোম্পানীর প্রতিটি শেয়ারের দাম ৫৭.৪ ইউরো। অর্থাৎ বাংলাদেশী টাকায় ২ হাজার ৭৮৪ কোটি ৩৭ লাখ টাকার কোম্পানীটির শেয়ারের দাম পড়ছে বাংলা টাকায় ৭ হাজার টাকার বেশি। বিপুল পরিমাণ অর্থ নিয়ে রিয়েল এস্টেট ট্রাস্টটি স্পেনের বাজারে প্রবেশ করছে। মেসির রিয়েল এস্টেট বিনিয়োগ ট্রাস্টের নাম এদিফিসিও রোসটাওয়ার সোচিমি।
শীর্ষ স্টক এক্সচেঞ্জ পোর্টফোলিও জানিয়েছে, আর্জেন্টাইন ফুটবল জাদুকর এই ট্রাস্টের চেয়ারম্যান। আর এর একমাত্র শেয়ারহোল্ডার মেসির পারিবারিক বিনিয়োগের বাহন, যার নাম লিমেকু এস্পানা ২০১০। যদিও মেসি আগ থেকেই হোটেল-আবাসন ব্যবসায় আছেন। ইতিমধ্যে তার এদিফিসিও রোসটাওয়ার সোচিমির স্পেন ও অ্যান্ডোরায় ৭টি হোটেল আছে। স্পেনে আছে ৩টি অফিস স্পেস ও ৫টি অ্যাপার্টমেন্ট। লন্ডন ও প্যারিসে আছে আবাসিক ভবন।
পোর্টফোলিও স্টক এক্সচেঞ্জের প্রধান নির্বাহী সান্তিয়াগো নাভারো জানিয়েছেন, মেসির কোম্পানি এবার নতুন বিনিয়োগকারী যুক্ত করার পরিকল্পনা করছে, যারা স্পেনের কাতালুনিয়া অঞ্চলে বিনিয়োগ করবে। মেসির এক্সচেঞ্জটি ২০২৩ সালে চালু করা হয়েছে। স্পেনের কেন্দ্রীয় ব্যাংক (বাংকো দ্য এস্পানা) এটি তত্ত্বাবধান করে। কেন্দ্রীয় ব্যাংক শুধু তখনই কোম্পানিটিকে ব্যবসা করার অনুমতি দেয়, যখন শেয়ার বিক্রি করতে বা মূলধন বাড়াতে চায়।’
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০