লিগামেন্ট ছিঁড়ে গেছে গ্র্যান্ডহোমের

0
8

স্পোর্টস ডেস্কঃ লর্ডস টেস্ট থেকে ছিটকে যাওয়ার পর এবার সিরিজ থেকেই ছিটকে গেলেন নিউজিল্যান্ডের  অলরাউন্ডার কলিন ডি গ্র্যান্ডহোম। ইংল্যান্ডের বিপক্ষে হেরে যাওয়া ওই টেস্টের তৃতীয় দিনে নিজের চতুর্থ ওভারের পঞ্চম বলটি করার পর পায়ে অস্বস্তি নিয়ে মাঠ ছেড়েছিলেন তিনি। পরে স্ক্যানে ধরা পড়ে, গোঁড়ালি থেকে পায়ের অগ্রভাগকে যুক্ত করা লিগামেন্ট ছিঁড়ে গেছে তার।

কোচ গ্যারি স্টিড নিশ্চিত করেছেন, ৩৫ বছর বয়সী অলরাউন্ডারের সুস্থ হতে ১০ থেকে ১২ সপ্তাহ সময় প্রয়োজন। এক বিবৃতিতে প্রধান কোচ বলেছেন, ‘সিরিজের শুরুতে কলিনের এই ইনজুরিতে পড়া সত্যিই দুঃখজনক। সে আমাদের টেস্ট দলের একটি বিরাট অংশ এবং আমরা তাকে খুব মিস করবো।’

ডি গ্র্যান্ডহোমের জায়গায় অফ স্পিনিং অলরাউন্ডার মাইকেল ব্রেসওয়েলকে দলে যুক্ত করেছে নিউজিল্যান্ড। ইংল্যান্ডের বিপক্ষে শুক্রবার ট্রেন্ট ব্রিজে দ্বিতীয় টেস্ট খেলবে কিউইরা। এর আগে লর্ডস টেস্টে জো রুট বীরত্বে ম্যাচটি ইংল্যান্ড জিতে নেয় ৫ উইকেটে। সিরিজে ১-০ ব্যবধানে পিছিয়ে আছে সফরকারীরা।

এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here