স্পোর্টস ডেস্কঃ শেফিল্ড ইউনাইটেডকে হারিয়ে শিরোপার রেসে এগিয়ে গেছে লিভারপুল। আর্সেনালের সঙ্গে ২ আর ম্যান সিটির সঙ্গে পয়েন্টের ব্যবধান তিন। ২০তম লিগ শিরোপার পথে বাধা মাত্র আট ম্যাচ। পয়েন্ট টেবিলের তলানীতে থাকা শেফিল্ডের সঙ্গে জয় পেতে অবশ্য ঘাম ঝরেছে অল রেডদের। ঘরের মাঠ অ্যানফিল্ডে দারউইন নুনেজের গোলে শুরুতে এগিয়ে গিয়েছিল ইয়ের্গুন ক্লপের দল। সবধরনের প্রতিযোগিতা মিলিয়ে ১৮তম গোল উরুগুইয়ান স্ট্রাইকারের।
বিরতি থেকে ফিরে স্রোতের বিপরীতে গোল হজম করে লিভারপুল। গুস্তাভো হ্যামারসের হেডার ঠেকাতে গিয়ে নিজেদের জাল বল জড়ান কনর ব্র্যাডলি। ৭৬ মিনিটে দূর পাল্লার চোখ ধাঁধানো শটে ফের দলকে এগিয়ে দেন ইংলিশ লিগে মার্চ মাসের সেরা ফুটবলার অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্তার। আর অন্তিম মুহূর্তে কোডি গাকপোর গোল জয়ের ব্যবধান বাড়ায়। ম্যাচ শেষে ক্লপ জানান, লিগে বাকি সব ম্যাচেই জয় চাই তাদের।
ক্লপ বলেন, ‘অবশ্যই প্রিমিয়ার লিগে এরকমই হাড্ডাহাড্ডি লড়াই হয়। এবারও লড়াইটা খুব কঠিন হয়ে উঠেছে এবং এই পরিস্থিতিতে যতটা ভালো অবস্থানে থাকা যায়, সেখানেই আমরা আছি এবং এটা দারুণ ব্যাপার। এখন আমাদের লড়াই চালিয়ে যেতে হবে। অবশ্যই সামনের ম্যাচটি অনেক বড়, একইভাবে তার পরেরগুলোও। কেউ একজন বলেছে, আমরা নাকি সম্ভবপর সেরা সূচি পেয়েছি। আমি দেখেছি এবং সত্যিই জানি না, কীভাবে তার এই ধারণা হয়েছে। হয়তো আমি খুব নেতিবাচক…তবে আমরা প্রস্তুত এবং শিরোপার লড়াইয়ে থাকতে চাই।’
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post