লিগ কাপ থেকে বিদায় ম্যানচেস্টার ইউনাইটেডের

0
107

স্পোর্টস ডেস্কঃ ইংলিশ লিগ কাপের রাউন্ড অফ সিক্সটিন থেকে বিদায় নিতে হলো দুই জায়ান্ট দল আর্সেনাল এবং ম্যানচেস্টার ইউনাইটেডকে। নিজেদের মাঠেই ধরাশায়ী হয়েছে এরিক টেন হাগের দল। নিউক্যাসেলের বিপক্ষে ৩-০ গোলের ব্যবধানে হেরেছে রেড ডেভিলরা।

ম্যানচেস্টার ইউনাইটেড প্রথম রাউন্ডে ম্যানচেস্টার সিটিকে হারিয়ে রাউন্ড অফ সিক্সটিনে আসে। গত রাতে নিউক্যাসল ম্যাচের প্রথমার্ধে দুই গোল খেয়েই ম্যাচ থেকে ছিটকে যায় টেন হাগের দল। দ্বিতীয়ার্ধে ব্যবধানটা আরেকটু বাড়ান ইংলিশ মিডফিল্ডার জো উইলক। তাতে বিদায় নিশ্চিত হয়ে যায় ওল্ড ট্রাফোর্ডের দলটির।

অক্টোবরে প্রিমিয়ার লিগে ব্রেন্টফোর্ড ও শেফিল্ড ইউনাইটেডের বিপক্ষে জয়ের পর চ্যাম্পিয়ন্স লিগে কোপেনহেগেনকে হারায় ম্যানইউ। ব্রুনো ফের্নান্দেস-মার্কাশ রাশফোর্ডরা এরপরই গত রোববার ম্যানচেস্টার ডার্বিতে ৩-০ গোলে হেরে বসে। ডার্বিতে ও লিগ কাপে হারের ম্যাচে প্রতিপক্ষকে কোনো চ্যালেঞ্জই জানাতে পারেনি তারা।

চলতি মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে ১৫ ম্যাচ খেলে এই নিয়ে ৮টিতেই হেরেছে ম্যানইউ। ওল্ড ট্র্যাফোর্ডের দলটিকে সবশেষ হারের তেঁতো স্বাদ দেওয়া নিউক্যাসল লিগ কাপের ম্যাচে ২৮ মিনিটে এগিয়ে যায়। মিগুয়েল আলমিরন গোল করে এগিয়ে দেন ইউক্যাসলকে। এরপর ব্যধান বাড়ান লুইস হাল। দুই গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় তারা। বিরতি থেকে ফিরেও ম্যাচে ফিরতে পারে নি ম্যানইউ। উল্টো নিউক্যাসল তাদের জালে আরেকবার বল পাঠায়। ৬০ মিনিটে রেড ডেভিলদের জালে তৃতীয় বার বল পাঠান জো উইলক।

এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here