স্পোর্টস ডেস্কঃ ইংলিশ প্রিমিয়ার লিগ শিরোপা ধরে রাখার অভিযানের সূচনাটা দুর্দান্ত করল ম্যানচেস্টার সিটি। স্ট্যামফোর্ড ব্রিজে রোববার চেলসিকে ২-০ গোলে হারিয়েছে তারা। চেলসির ঘরের মাঠে ম্যাচের ১৮তম মিনিটেই সিটিকে মৌসুম শুরুর গোল উপহার দেন আর্লিং হালান্ড।
বার্নার্ডো সিলভার কাছ থেকে বল পেয়ে চেলসির মার্ক চুচুরেলা এবং ওয়েসলি ফোফানাকে কাটিয়ে দারুণ শটে হালান্ড পরাস্ত করেন ব্লুজদের গোলরক্ষক রবার্ট সানচেজকে। মাতেও কোভাচিস ৮৪ মিনিটে দ্বিতীয় গোল করে সিটির জয় নিশ্চিত করেন। এদিন সিটির জার্সিতে সব প্রতিযোগিতা মিলিয়ে ১০০তম ম্যাচ খেলেছেন হালান্ড। নিজের শততম ম্যাচে তার গোল হলো ৯১টি, আরও ১৫টি গোলে আছে তার অবদান।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০