লিগ শিরোপা ধরে রাখা কঠিন- আনচেলত্তি

0
47

স্পোর্টস ডেস্কঃ লা লিগায় মাদ্রিদ ডার্বিতে ১০ জনের অ্যাথলেটিকো মাদ্রিদের সঙ্গে ১-১ গোলে ড্র করেছে রিয়াল মাদ্রিদ। ড্র করে শিরোপার দৌড় থেকে আরও পিছিয়ে গেল তারা। এক ম্যাচ কম খেলেই দুইয়ে থাকা রিয়াল থেকে ৭ পয়েন্টে লিড রয়েছে বার্সেলোনার। রোববার (২৬ ফেব্রুয়ারি) আলমেরিয়ার বিপক্ষে জয় পেলে ১০ পয়েন্ট লিড নেবে বার্সেলোনা।

অ্যাথলেটিকোর সঙ্গে ড্রয়ের পর লিগ জয়ের সম্ভাবনা আরও কমে গেল, বললেন রিয়াল মাদ্রিদ কোচ। ড্রয়ের জন্য দায় দিলেন মানসিক ক্লান্তিকে। আনচেলত্তি বলেন, ‘এখনই আশার শেষ দেখছি না। তবে এটা ঠিক, লিগ শিরোপা জয় এখন খুবই কঠিন। আজকের ম্যাচের আগেও আসলে কঠিন ছিল, এখন আরও কঠিন হয়ে উঠল। তবে আমরা চেষ্টা করে যাব।’

আনচেলত্তি আরো বলেন, ‘আজকে শারীরিক সমস্যার চেয়ে মানসিক দিক থেকে আমরা বেশি ভুগেছি। যথেষ্ট তরতাজা ছিলাম না আমরা। বিশেষ করে, ওরা যখন ১০ জনের দল হয়ে গেল। আমরা ওদেরকে গোল করতে দিয়েছি এবং নিজেরা গুছিয়ে উঠতে পারিনি। প্রথমার্ধে আমরা নিয়ন্ত্রণ রাখতে পারলেও তাড়না খুব তীব্র ছিল না। পরে আমরা একজন বেশি নিয়ে খেলার ফায়দাও নিতে পারিনি।’

এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here