স্পোর্টস ডেস্কঃ আবারও শুরু হতে যাচ্ছে লিজেন্ডস ক্রিকেট লিগ (এলসিএল)। ওমানের মাসকাটে টুর্নামেন্টটির প্রথম আসর সফলভাবে মাঠে গড়ানোর পর চলতি বছরই দ্বিতীয় আসর মাঠে গড়াতে যাচ্ছে। আগামী সেপ্টেম্বরে মাঠে গড়াবে টুর্নামেন্টটি।
তবে এবারেরটি হতে যাচ্ছে ভারতে। একইসাথে বদলে যাচ্ছে টুর্নামেন্টের অন্য অনেক কিছু। গেল আসরে ৩টি দল থাকলেও, এবার থাকবে ৪টি দল। আগামী ১৬ সেপ্টেম্বর থেকে শুরু হতে যাওয়া টুর্নামেন্টটি চলবে ৬ শহরে। সব মিলিয়ে ১৫টি ম্যাচ আয়োজিত হবে। অনেকটা ফ্র্যাঞ্চাইজি লিগের আদলে। ৮ অক্টোবর পর্দা নামবে আসরের।
আসর শুরুর দিনই এক বিশেষ ম্যাচ হবে। ভারতের স্বাধীনতার ৭৫ বছর পূর্তি উপলক্ষ্যে বিশেষ সেই ম্যাচে মুখোমুখি লড়বে ভারত মহারাজা ও ওয়ার্ল্ড জায়ান্টস। যেখানে ভারতের সাবেক ক্রিকেটার ও বিশ্বের বাকি দেশগুলোর সাবেক ক্রিকেটারদের নিয়ে দল গঠন করা হয়েছে। ম্যাচটি হবে ১৬ সেপ্টেম্বর, কলকাতার বিখ্যাত ইডেন গার্ডেন্সে। যদিও ভারতের স্বাধীনতা দিবস ১৫ আগস্ট হয়ে গেছে।
বিশেষ সেই ম্যাচের জন্য দুই দলের স্কোয়াড ঘোষণা করা হয় অনেক আগেই। যেখানে ভারত মহারাজা দলের নেতৃত্বের দেখা যাওয়ার কথা ছিল বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলির। অপরদিকে ওয়ার্ল্ড জায়ান্টসকে নেতৃত্ব দেবেন সদ্যই আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলা ইংল্যান্ডের ইয়ন মরগান।
তবে ম্যাচের আগে দুঃসংবাদ। ম্যাচটিতে খেলবেন না সৌরভ গাঙ্গুলি। ভারতের সাবেক অধিনায়কের আবারও মাঠে নামার খবরে, দর্শকদের মনে আলোড়ন তুলেছিল। কিন্তু, শেষমেষ নাম তুলে নিয়েছেন তিনি। আয়োজকদের এক চিঠির মাধ্যমে নিজের না খেলার কথা জানান সৌরভ। যেখানে কারণ হিসেবে উল্লেখ করেন, পেশাদারি দায়বদ্ধতা ও প্রশাসনিক কাজের চাপ থাকায় খেলছেন না তিনি।
যদিও গুঞ্জন রয়েছে, বিনোদনমূলক এই ক্রিকেটে নাম লিখিয়ে বিতর্কে জড়াতে চান না বিসিসিআই প্রধান সৌরভ। আগেভাগেই তাই নাম সরিয়ে নিয়েছেন বিশেষ ম্যাচ থেকে। এছাড়া ক্রিকেট ছাড়াও, বিভিন্ন বাণিজ্যিক পণ্যের দূত, বিজ্ঞাপন, রিয়ালিটি শোসহ অন্যান্য ব্যস্ততা আছে সৌরভের। সব মিলিয়েই তাই এই সিদ্ধান্ত। ইডেন গার্ডেন্সে ব্যাট হাতে কিংবা শেবাগ-কাইফ-হরভজনদের নেতৃত্ব দিতে দেখা যাবে না কিংবদন্তি অধিনায়ককে।
সৌরভের না খেলার সিদ্ধান্তে হতাশ ভক্ত-সমর্থকরা। ‘প্রিন্স অব কলকাতা’ খেলবেন এবং নেতৃত্ব দেবেন বলে অনেকে আশা বুনে ছিলেন। কিন্তু শেষমেষ খেলছেন না তিনি। বিশেষ এই ম্যাচের সাথে জড়িয়ে আছে খুশি ফাউন্ডেশন। যেটি কিনা ভারতের কিংবদন্তি কপিল দেবের প্রতিষ্ঠান। ম্যাচ থেকে আসা অর্থ যাবে সেই ফাউন্ডেশনে।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/সা