লিজেন্ডস লিগে এশিয়া একাদশের হয়ে খেলবেন মাশরাফী

0
13

স্পোর্টস ডেস্কঃ আবারও শুরু হতে যাচ্ছে লিজেন্ডস ক্রিকেট লিগ (এলসিএল)। ওমানের মাসকাটে টুর্নামেন্টটির দ্বিতীয় আসর মাঠে গড়াবে চলতি বছরই। আগামী সেপ্টেম্বরে মাঠে গড়াবে টুর্নামেন্টটি। এর আগে চলতি বছরেরই জানুয়ারিতে মাঠে গড়িয়েছিল আসর। এক বছরের মধ্যেই দুইবার হতে যাচ্ছে টুর্নামেন্টটি।

সাবেক ক্রিকেটাররা তিন দলে ভাগ হয়ে মাঠ মাতাবেন। একটি দলে খেলবেন ভারতের ক্রিকেটাররা, যেটির নাম ভারত মহারাজা। একটি দলে খেলবেন ভারত ব্যতীত এশিয়ার বাকি দেশগুলোর ক্রিকেটাররা, যেটির নাম এশিয়া লায়ন্স। আর অপর আরেকটি দলে খেলবেন এশিয়ার বাইরের বিভিন্ন দেশের ক্রিকেটাররা। যে দলের নাম ওয়ার্ল্ড জায়ান্টস।

এবারের আসরে অংশ নিতে যাচ্ছেন মাশরাফী বিন মোর্ত্তজাও। বাংলাদেশের সাবেক এই অধিনায়ক খেলবেন এশিয়া লায়ন্সের হয়ে। যে দল কিনা গেল আসরে রানার্সআপ হয়েছে। প্রথমবারের মতো এই টুর্নামেন্টে অংশ নিতে যাচ্ছেন ম্যাশ।

এর আগে এশিয়া লায়ন্সের হয়ে খেলেছেন মোহাম্মদ রফিক। বাংলাদেশের সাবেক এই বাঁহাতি স্পিনার ফাইনালসহ লিগেরও ম্যাচ খেলেছেন। যদিও শেষ পর্যন্ত শিরোপার স্বাদ পাননি। এবারও তিনি খেলবেন কিনা, সেটা এখন পর্যন্ত নিশ্চিত হওয়া যায়নি।

এদিকে মাশরাফীর মতো আরও বেশ কিছু নতুন মুখ আছে টুর্নামেন্টে। ভারতের সাবেক তারকা স্পিনার হরভজন সিং নিশ্চিত করেছেন খেলবেন টুর্নামেন্টে। এছাড়া আন্তর্জাতিক ক্রিকেটকে সদ্য বিদায় বলা ইংল্যান্ডের বিশ্বজয়ী অধিনায়ক ইয়ন মরগানও খেলবেন বলে নিশ্চিত করেছেন। এর বাইরে গেলবার খেলা অনেক তারকা ক্রিকেটারকে এবারও দেখা যাবে টুর্নামেন্টে।

এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/সা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here