স্পোর্টস ডেস্ক:: এক সময়ের দুই বন্ধু এখন ‘কঠিন’ প্রতিপক্ষ। এক সাথে খেলা তো দূরের কথা, একজন আরেক জনের সঙ্গে কথাই বলেন না। সাকিব-তামিম দু’জনেরই বাংলাদেশ অধ্যায় শেষ। তামিম আনুষ্ঠানিক ভাবে অবসর নিয়েছেন। সাকিবকে আর বাংলাদেশের জার্সিতে না দেখার সম্ভাবনাই বেশি।
ঘরোয়া ক্রিকেটে দু’জন একে অপরের মুখোমুখি হওয়ার সম্ভাবনা নেই। তবে তাদের দু’জনকে এক সঙ্গে দেখা যাবে আবারো। দু’জনেই মুখোমুখি হবে একে অপরের। সাবেক ক্রিকেটারদের একটি টুর্নামেন্টে মুখোমুখি হবেন সাকিব-তামিম দু’জনে।
সাবেক আন্তর্জাতিক ক্রিকেটারদের নিয়ে আগামী ৬ ফেব্রুয়ারি ভারতের ছত্তিশগড় রাজ্যের রায়পুরে শুরু হচ্ছে লিজেন্ড ৯০ লিগ। সাতটি ফ্র্যাঞ্চাইজির হয়ে বিশ্বের বিভিন্ন দেশের সাবেক ক্রিকেটাররা খেলবেন টুর্নামেন্টটিতে। বাংলাদেশের তামিম খেলবেন বিগ বয়েজ ইউনিকারির হয়ে, সাকিব খেলবেন দুবাই জায়ান্টসের জার্সিতে।
লিজেন্ডস লিগে খেলা নিয়ে তামিম বলেন, , ‘রোমাঞ্চের সঙ্গে জানাচ্ছি, লিজেন্ডস ৯০–তে আমি বিগ বয়েজদের হয়ে খেলতে যাচ্ছি। ৬ থেকে ১৮ ফেব্রুয়ারি পর্যন্ত আমাকে এবং অন্যান্য ক্রিকেট কিংবদন্তিদের সরাসরি খেলতে দেখুন রায়পুরে। এটি লিজেন্ডারি হতে যাচ্ছে। দেখা হবে।’
সাকিব-তামিম ছাড়াও বাংলাদেশের আরো দু’জন ক্রিকেটার খেলবেন সাবেক এই টুর্নামেন্টে। বিগ বয়েজ ইউনিকারিতে খেলবেন বিসিবির নির্বাচক আবদুর রাজ্জাক ও গুজরাট স্যাম্প আর্মিতে খেলবেন সাবেক ক্রিকেটার মোহাম্মদ আশরাফুল।দেশের বাইরেও হলেও দীর্ঘ দিন পর সাকিব-তামিমকে মুখোমুখি হতে দেখবেন সমর্থকেরা।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০