নিজস্ব প্রতিবেদকঃ রোববার দুপুর ১২টায় এশিয়া কাপের জন্য শ্রীলঙ্কায় উড়াল দিচ্ছে বাংলাদেশ দল। তবে দলের সাথে যেতে পারছেন না ওপেনার লিটন দাস। জানা গেছে অসুস্থ তিনি। শ্রীলঙ্কার ফ্লাইট ধরতে ইতোমধ্যে বিমানবন্দরে প্রবেশ করেছেন ক্রিকেটাররা। কিন্তু লিটন শেষ মুহূর্তে যেতে পারছেন না জ্বরের কারণে।
ক্রিকেট অপারেশন্স চেয়ারম্যান জালাল ইউনূস গণমাধ্যমকে জানিয়েছেন, ‘লিটনের জ্বর এসেছে। তবে ডেঙ্গু পরীক্ষা করে দেখা গেছে ডেঙ্গু নেগেটিভ। সে সুস্থ হলে কাল রওয়ানা হবে। আর যদি তার অসুস্থতা না কমে তাহলে বিকল্প নিয়ে ভাবব আমরা।’
সবকিছু ঠিক থাকলে আগামীকাল (সোমবার) শ্রীলঙ্কায় দলের সঙ্গে যোগ দিবেন লিটন। এদিকে ৩০ আগস্ট থেকে শুরু হওয়া এবারের আসরের মোট ৪ টি ম্যাচ আয়োজন করবে পাকিস্তান। আর বাকি ৯ টি ম্যাচের আয়োজক হিসেবে থাকবে শ্রীলঙ্কা।
টুর্নামেন্টের ফাইনাল সেপ্টেম্বরের ১৭ তারিখ। সূচি অনুযায়ী, ভারত পাকিস্তানের হাইভোল্টেজ ম্যাচটি হবে শ্রীলঙ্কার ক্যান্ডিতে। এবারের আসরে শ্রীলঙ্কা এবং পাকিস্তান দুটি দেশে গিয়ে খেলতে হবে বাংলাদেশকে। ৩১ আগস্ট ক্যান্ডিতে শ্রীলঙ্কা আর ৩ সেপ্টেম্বর লাহোরে আফগানিস্তানের মুখোমুখি হবে টাইগাররা।
এশিয়া কাপের জন্য ১৭ সদস্যের দল-
সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, নাসুম আহমেদ, আফিফ হোসেন ধ্রুব, লিটন কুমার দাস, মোস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ, মেহেদী হাসান মিরাজ, শামীম হোসেন পাটোয়ারী, নাজমুল হোসেন শান্ত, শরীফুল ইসলাম, শেখ মেহেদী হাসান, তাসকিন আহমেদ, নাঈম শেখ, তাওহীদ হৃদয়, তানজিদ তামিম ও তানজিম হাসান সাকিব।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০