নিজস্ব প্রতিবেদকঃ গতকাল রোববার দুপুরে চ্যাম্পিয়ন্স ট্রফির বাংলাদেশ দল ঘোষণার পর থেকেই দেশের ক্রিকেটে তোলপাড় চলছে লিটন দাসের বাদ পড়া নিয়ে। চারদিকে এতো আলোচনা সমালোচনার মাঝে ঐদিন সন্ধায় লিটন যা করলেন তা ইতিহাস বটে! ঢাকা ক্যাপিটালসের এই ওপেনার বিধ্বংসী এক সেঞ্চুরি হাঁকিয়ে রেকর্ড বই ওলট-পালট করে দিয়েছেন।
দুর্বার রাজশাহীর বিপক্ষে লিটন শুধু সেঞ্চুরিই করলেন না, রেকর্ডের মালাও গাঁথলেন। যদিও সাম্প্রতিক সময়ে জাতীয় দলের জার্সিতে অফফর্মে আছেন তিনি। এই কারণ দেখিয়েই তাকে চ্যাম্পিয়ন্স ট্রফির দলে রাখা হয় নি। তবে দুর্দান্ত এক সেঞ্চুরি দিয়ে জবাব দেওয়া লিটনকে বৈশ্বিক এই আসরের দলে না রেখে কী বিসিবি নির্বাচকরা আফসোসের সমুদ্রে পড়লেন? প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু লিটনকে বাদ দেওয়া প্রসঙ্গে বলেছিলেন, ‘লিটনের না থাকার কারণ ছন্দহীনতা। দীর্ঘদিন ধরে এই সংস্করণে রানের তীব্র খরায় ভুগছে সে।’
বিসিবি নির্বাচকদের তালিকা থেকে বাদ পড়া লিটন দারুণ সেঞ্চুরির পর জানান, মনোযোগ রাখতে চান শুধুই নিজের খেলায়। লিটন বলেন, ‘আমার কাজ হচ্ছে পারফর্ম করা, যেটা করতে পারছিলাম না এত দিন। ওটার জন্য আপসেট ছিলাম। আমি সব সময় বলি, আজকের দিনটা এরই মধ্যে অতীত। আমি হয়তো একটা ভালো ইনিংস খেলেছি, কিন্তু পরের ম্যাচে আবার আমাকে জিরো থেকেই করতে হবে। অবচেতন মনে এটাই থাকবে যে আবার নতুন করে আমাকে ইনিংস গোছাতে হবে।’
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০০০