স্পোর্টস ডেস্কঃ আইপিএলে অভিষেক হলো লিটন দাসের। দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে ম্যাচে কলকাতা নাইট রাইডার্সের একাদশে আছেন বাংলাদেশের তারকা ক্রিকেটার। বৃহস্পতিবার অরুণ জেটলি স্টেডিয়ামে এই ম্যাচে টস হেরে আগে ব্যাটিং করবে কলকাতা। বৃষ্টির কারণে এক ঘণ্টারও বেশ সময় পর টস অনুষ্ঠিত হয়েছে।
এই ম্যাচে দুই পরিবর্তন নিয়ে মাঠে নেমেছে দিল্লি। একাদশ থেকে বাদ পড়েছেন বাংলাদেশের মুস্তাফিজুর রহমান। অন্যদিকে কলকাতা তাদের একাদশে এনেছে চার পরিবর্তন। লিটন ছাড়াও খেলছেন জেসন রয়। দলটি অন্য দুই বিদেশি- আন্দ্রে রাসেল ও সুনিল নারিন।
কলকাতা শিবিরে যোগ দেওয়ার পর টানা দুই ম্যাচে একাদশের বাইরেই ছিলেন লিটন। অবশেষে অভিষেকের অপেক্ষা শেষ হলো এই উইকেটকিপার ব্যাটারের। কলকাতার একাদশ থেকে বাদ পড়েছেন লকি ফার্গুনসন ও রহমানউল্লাহ গুরবাজ।
লিটন সুযোগ পেলেও দিল্লির একাদশ থেকে বাদ পড়েছেন মুস্তাফিজ। দুই ম্যাচে সুযোগ পেয়েছিলেন টাইগার পেসার। সুযোগ পেয়েও কোনো ধরনের প্রভাবই রাখতে পারেননি তিনি। প্রথম ম্যাচে ৩৮ রান দিয়ে নিয়েছিলেন এক উইকেট। রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিপক্ষে দ্বিতীয় ম্যাচে ৩ ওভারেই দেন ৩৮ রান।
কলকাতা নাইট রাইডার্স একাদশ: জেসন রয়, লিটন দাস, ভেঙ্কটেশ আইয়ার, নীতীশ রানা, মনদীপ সিং, আন্দ্রে রাসেল, রিংকু সিং, সুনীল নারিন, কুলবন্ত খেজরোলিয়া, উমেশ যাদব ও বরুণ চক্রবর্তী।
দিল্লি ক্যাপিটালস একাদশ: ডেভিড ওয়ার্নার, ফিলিপ সল্ট, মিচেল মার্শ, মনীশ পান্ডে, অক্ষর প্যাটেল, আমান হাকিম খান, ললিত যাদব, কুলদীপ যাদব, অ্যানরিখ নরকিয়া, ইশান্ত শর্মা ও মুকেশ কুমার।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক১১০