স্পোর্টস ডেস্ক:: কলকাতা নাইট রাইডার্সে আজ যোগ দেওয়ার কথা লিটন দাসের। তবে বাংলাদেশের এই তারকার আগেই কলকাতা শিবিরে যোগ দিয়েছেন আরেক বাংলাদেশী সাকিব আল হাসানের বদলী হিসেবে দলটিতে নাম লেখানো জেসন রয়।
কলকাতা সাকিব ও লিটনকে দলে নিয়েছিলো। তবে বিসিবির অনাপত্তিপত্র ও পারিবারিক কারণে সাকিব আল হাসান নিজের নাম প্রত্যাহার করে নেন। তার বিকল্প হিসেবে কলকাতা ২ কোটির বেশি রুপি দিয়ে ইংলিশ ক্রিকেটার জেসন রয়কে দলে নেয়।
লিটন দাসের জায়গায় খেলা আফগানিস্তানের তারকা রহমানুল্লাহ গুরবাজ দুর্দান্ত খেলছেন। ব্যাট হাতে আলো ছড়াচ্ছেন। তিনি পারফর্ম করায় আইপিএলে গিয়ে একাদশে সুযোগ পাওয়া লিটন দাসের জন্য বেশ কঠিন। তার ওপর জেসন রয়ও কলকাতায় শিবিরে যোগ দেওয়ায় বাংলাদেশী তারকার খেলা নিয়ে শঙ্কা আছে।
আজ সন্ধ্যায় কলকাতার বিমান ধরবেন লিটন দাস। এদিকে সকালেই জেসন রয় কলকাতা শিবিরে যোগ দিয়েছেন। কলকাতা নাইট রাইডার্স জেসন রয়ের যোগ দেওয়ার খবরটি নিশ্চিত করেছে তাদের অফিসিয়াল ফেসবুক পেইজে। এক পোস্টে অভ্যর্থনা জানিয়ে কলকাতা লিখেছে, ‘আমরা খুব ভালো করেই জানি যে তুমি এই মুহূর্তটার জন্যই অপেক্ষা করছিলে। স্বাগতম, রয় দা।’
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০