লিটনের পরিকল্পনাতে ফিল্ডিংয়েই ওপেনিং পরিবর্তনের পরিকল্পনা হয়

0
7

স্পোর্টস ডেস্ক:: সিরিজের প্রথম ওয়ানডেতে তামিম ইকবাল ও লিটন দাসের উদ্বোধনী জুটি ছিলো মাত্র ৯ রানের। ২২ বল স্থায়ী ছিলো ওপেনিং জুটি। দ্বিতীয় ম্যাচে তাই দেখা যায় ইনিংস উদ্বোধনে পরিবর্তন। তামিমের সঙ্গে ইনিংস শুরু করতে মাঠে নামেন নাজমুল হোসন শান্ত।

বুধবার উদ্বোধনী জুটি থেকে আসে ৪৮ রান। ১২.১ ওভার স্থায়ী ছিলো উদ্বোধনী জুটি। নাজমুল হোসেন শান্ত ইনিংস উদ্বোধনে নেমে করেছেন ২০ রান। আগের ম্যাচে তিনি তিনে নেমে করে ছিলেন ৩৭ রান। তামিমের সঙ্গে গড়ে ছিলেন ৪০ রানের জুটি। ইনিংস উদ্বোধনে নেমেও সফল হয়েছেন, তিনে নেমেও সফল হয়েছেন শান্ত।

হঠাৎ করে উদ্বোধনী জুটিতে পরিবর্তন কেন? ম্যাচ শেষে এমন প্রশ্নেরও জবাব দিয়েছেন অধিনায়ক তামিম ইকবাল। জানিয়েছেন, লিটন দাসের পরিকল্পনাতেই এটা করা হয়েছে। বাংলাদেশ দলের ফিল্ডিং ইনিংসের শেষ দিকে উইকেটরক্ষক এই ওপেনার অধিনায়ককে পরিকল্পনা করেন ওপেনিংয়ে তার বদলে শান্তকে নিয়ে নামলে কেমন হয়?

সতীর্থ ক্রিকেটারের কথা ফেলেননি ওয়ানডে অধিনায়ক। ইনিংসের শুরুতে তাই তিনি নামেন শান্তকে নিয়ে। ম্যাচ শেষে তিনি তামিম ইকবাল বলেন, ‘ওপেন করা, খুব ভাল কল ছিলো লিটনের। আমাদের ফিল্ডিংয়ের শেষের দিকে ও আইসা আমাকে বললো যে ভাই আপনারা দুই জন যদি ওপেন করেন, তাহলে কেমন হয়? লেফটআর্ম ওদের মূল অস্ত্র ছিলো।’

এবারের ওয়েস্ট ইন্ডিজ সফরে বাংলাদেশ দল ওয়ানডে ও টেস্ট সিরিজ হেরেছে ২-০ ব্যবধানে। দুই ম্যাচের টেস্ট সিরিজ স্বাগতিকরা বড় ব্যবধানেই জিতে নেয়। টি-২০ সিরিজও জিতে নিকোলাস পুরানের দল। তিন ম্যাচের টি-২০ সিরিজের প্রথম ম্যাচটি বৃষ্টিতে পরিত্যক্ত হয়। এরপর ওয়ানডে সিরিজেই ঘুরে দাঁড়ালো বাংলাদশ। তিন ম্যাচের সিরিজ এক ম্যাচ হাতে রেখেই নিশ্চিত করেছেন তামিমরা।

এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here