স্পোর্টস ডেস্কঃ গ্লোবাল টি-টোয়েন্টিতে নিজের সেরা ইনিংস খেললেন লিটন দাস। মঙ্গলবার রাতে ব্রাম্পটন উলভসের বিপক্ষে দারুণ এক ফিফটি হাঁকালেন বাংলাদেশের এই তারকা ব্যাটার। তাতে সারে জাগুয়ার্স ম্যাচ জিতে নেয় ৬ উইকেটের বড় ব্যবধানে। ৪৫ বলে ৫৯ রান করেন লিটন।
ব্রাম্পটনে আগে ব্যাট করে নির্ধারিত ওভারে ১২৮ রান করে উলভস। ১২৯ রান তাড়া করতে নেমে শুরুটা ভালো করতে পারেনি জাগুয়ার্স। ইনিংসের তৃতীয় ওভারেই ক্যাচ দেন জাতিন্দার সিং। ৬ বলে ৫ রান করে ফিরেন তিনি। আরেক ওপেনার মোহাম্মদ হারিসের ব্যাট থেকে এসেছে ৯ রান।
চারে নেমে প্রথম বলেই আউট হয়েছেন পারগাত সিং। এরপর পাঁচে নামা অধিনায়ক ইফতিখার আহমেদকে সঙ্গে নিয়ে দারুণ এক জুটি গড়ে তোলেন লিটন। দারুণ ব্যাটিংয়ে ৪০ বলে ফিফটি ছুঁয়েছেন তিনি। ইফতিখারের সঙ্গে গড়েছেন ৯৯ রানের দুর্দান্ত জুটি।
শেষ পর্যন্ত ৪৫ বলে ৫৯ রানের ইনিংস খেলেন লিটন। ৩টি ছক্কা ও চার ছিল তাঁর ইনিংসে। ইফতিখার অপরাজিত ছিলেন ২ ছক্কা ও এক চারে ৩৮ রানের ইনিংস খেলে। ব্রাম্পটনের হয়ে একটি করে উইকেট নিয়েছেন সাউদি, ফন বিক, গ্রিন ও আহমদজাই।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post