নিজস্ব প্রতিবেদকঃ ২০২১ সালের লিটন দাসের মতো নিয়মিত ট্রলের শিকার হয়েছেন নাজমুল হোসেন শান্ত। তবে সেসব কানে না নিয়ে নিজের মতো চেষ্টার সঙ্গে পারফর্ম করে যাচ্ছেন তিনি। মানসিকভাবে শান্তকে লম্বা রেসের ঘোড়া হিসেবে দেখছেন মাশরাফী বিন মোর্ত্তজা।
চলতি বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) বেশ ছন্দে আছেন শান্ত। সিলেট স্ট্রাইকার্সের জার্সিতে এখন পর্যন্ত ৭ ম্যাচে ৫৬.২০ গড় আর ১১৪.২২ স্ট্রাইক রেটে তৃতীয় সর্বোচ্চ ২৮১ রান করেছেন তিনি। সর্বশেষ ম্যাচে ফরচুন বরিশালের বিপক্ষে ৬৬ বলে অপরাজিত ৮৯ রান করে এসে গণমাধ্যমকে জানান, মানুষের বিদ্রূপকে তিনি পাত্তা না দিলেও তাতে আক্রান্ত হচ্ছে তার পরিবার।
সিলেটের অধিনায়ক মাশরাফী বিশ্বাস করেন, বাংলাদেশকে এখনও অনেক কিছু দেয়ার আছে বাঁহাতি ব্যাটার শান্তর। তাঁকে লিটনের মতো মানসিকভাবে শক্তিশালী ক্রিকেটার হিসেবে দেখছেন মাশরাফী। বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘শান্তর ক্ষেত্রেও কিন্তু একই জিনিস (লিটনের মতো ট্রল) হয়েছে। আপনি বিশ্বকাপে দেখেন, শান্ত কিন্তু আমাদের সবার বিপক্ষে গিয়ে (দাঁড়িয়ে) প্রায় দুইশ রান করে এসেছে। আগে একদিনও বলেছিলাম। পরে আবার স্ট্রাগল করেছে, এখন আবার রান করছে। শান্তকে কিছুটা এর ভেতর দিয়ে যেতে হচ্ছে। আমি সবসময় বিশ্বাস করি যে বেসিকস খেলোয়াড় উঠে আসা এই টুর্নামেন্ট থেকেই হয়।’
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/১১০
Discussion about this post