বলেনিজস্ব প্রতিবেদকঃ আফগানিস্তানকে সিরিজ জয়ের পথে বাংলাদেশ। দ্বিতীয় টি-টোয়েন্টিতে আজ জয়ের জন্য ১১৯ রানের লক্ষ্যে এখন ব্যাট করছে টাইগাররা দুই ওপেনার লিটন দাস ও আফিফ হোসেনের ব্যাটে প্রথম উইকেট জুটিতে ৫০ রান পেয়েছে স্বাগতিকরা। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে রান তাড়ায় দারুণ শুরু পায় সাকিব আল হাসানের দল।
জাতীয় দলের জার্সিতে প্রথমবার ওপেনিংয়ে নামা আফিফ দারুণ সঙ্গ দিচ্ছেন নিয়মিত ওপেনার লিটনকে। পাওয়ার প্লে-র ৫ ওভারে কোনো উইকেট না হারিয়ে ৫০ রান করেছে বাংলাদেশ। বাকি ১২ ওভারে টাইগারদের প্রয়োজন আর ৬৯ রান। ২১ বলে ২৯ রান করেছেন লিটন। আফিফের ব্যাট থেকে এসেছে ৯ বলে ১৩ রান।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/১১০