নিজস্ব প্রতিবেদকঃ দুর্বার রাজশাহীর বোলারদের নিয়ে যেন ছেলেখেলা করলেন ঢাকা ক্যাপিটালসের লিটন দাস ও তানজিদ হাসান তামিম। রোববার সিলেটে আগে ব্যাট করে ২৫৪ রানের রেকর্ড পুঁজি পেয়েছে পয়েন্ট টেবিলের তলানিতে থাকা ঢাকা। ওপেনিংয়ে নেমে ইনিংসের শেষ ওভার পর্যন্ত খেলেছেন তামিম। এদিন লিটন দাস ছিলেন বেশ আগ্রাসী। ঢাকার দুই ওপেনারই হাঁকিয়েছেন সেঞ্চুরি। তাতে বিপিএল ইতিহাসের সর্বোচ্চ সংগ্রহ পেয়েছে দলটি।
লিটন দাস ৫৫ বলে ১২৫ রানে অপরাজিত থাকেন এবং তার সঙ্গে তানজিদ হাসান তামিমও দুর্দান্ত ব্যাটিং প্রদর্শন করেন। তামিম ৬২ বলে সেঞ্চুরি করেন, শেষ পর্যন্ত ৬৪ বলে ১০৮ রানে আউট হন। তাদের জুটিতে ঢাকা ক্যাপিটালস বিপিএল ইতিহাসের সর্বোচ্চ রানের রেকর্ড গড়ে, রাজশাহীর সামনে ২৫৪ রানের বিশাল লক্ষ্য রেখে ২০ ওভার শেষে এক উইকেট হারিয়ে ২৫৪ রান সংগ্রহ করে।
বিপিএলের ইতিহাসে সর্বোচ্চ পার্টনারশিপ এখন লিটন-তামিমের। পেছনে ফেলেছেন ২০১৭ আসরের ফাইনালে ব্রেন্ডন ম্যাককালাম এবং ক্রিস গেইলের ২০১ রানের জুটি। তামিম এবং লিটন আজ করেছেন ২৪১ রান। এই জুটিই ভেঙেছে বিপিএলের ইতিহাসে সর্বোচ্চ দলীয় রানের রেকর্ড। এদিকে বিপিএলে এক ইনিংসে দুই ওপেনারের সেঞ্চুরি এই প্রথম। উদ্বোধনী জুটিতে নতুন রেকর্ডও গড়েছেন লিটন–তানজিদ। শেষ ওভারের তৃতীয় বলে তানজিদের আউটে বিচ্ছিন্ন হওয়ার আগে দুজন যোগ করেছেন ২৪১ রান। বিপিএলে দলীয় সর্বোচ্চ রানের রেকর্ডও হয়ে গেছে ততক্ষণে। তানজিদ হাসান ১০৮ করেছেন ৬৪ বলে। যাতে ছিল ৬টি চার ও ৮টি ছক্কা।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০০০