লিটন পৌঁছালেন লন্ডনের টিম হোটেলে

0
67

স্পোর্টস ডেস্ক:: আইপিএল ছেড়ে এসে জাতীয় দলের সঙ্গে লন্ডনে যোগ দিলেন লিটন দাস। গত রাতে লন্ডনের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করা এই উইকেটরক্ষক ব্যাটার টিম হোটেলে পৌঁছেছেন। আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে বাংলাদেশ দল এখন ইংল্যান্ডে অবস্থান করছে। নিরাপদে লন্ডনে পৌঁছেছেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে এক ছবি পোস্ট করে জানিয়েছেন লিটন দাস।

বেশ কয়েক ভাগে বাংলাদেশ দল ইংল্যান্ডে যাচ্ছে। প্রথম দফায় দুই বহরে জাতীয় দলের ক্রিকেটার, কোচিং স্টাফরা ইংল্যান্ডে যান। তৃতীয় দফায় লিটন দাস একাই ইংল্যান্ডের বিমানে চড়েন। আইপিএলের জন্য ভারতে থাকা দলের সাথে যেতে পারেননি তিনি। যদিও আইপিএল ছেড়ে আগেই এসেছেন দেশে।

লিটন দাস পৌঁছালেও পেসার মুস্তাফিজুর রহমান ও অলরাউন্ডার সাকিব আল হাসান এখনো যাননি। মুস্তাফিজ আইপিএল থেকে বিদায় নিয়েছেন। দু’এক দিনের মধ্যে তিনিও পৌঁছে যাবেন লন্ডনে। সাকিব ছুটি কাটাতে পরিবারের সঙ্গে আছেন যুক্তরাষ্ট্রে। তিনি প্রস্তুুতি ম্যাচের আগেই দলের সঙ্গে যোগ দেবেন।

চেমসফোর্ডে অনুষ্টিত হবে বাংলাদেশ ও ইংল্যান্ডের তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। ৯ মে সিরিজের প্রথম ম্যাচটি অনুষ্টিত হবে। এরপর ১২ মে দ্বিতীয় এক দিনের ম্যাচটি হবে। ১৪ মে হবে সিরিজের শেষ ম্যাচ। ওয়ানডে সিরিজটি আইসিসি সুপার লিগের অন্তর্ভূক্ত।

এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটক/নিপ্র/ডেস্ক/০০

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here