স্পোর্টস ডেস্ক:: এক ম্যাচ খেলেই কলকাতার একাদশ থেকে বাদ পড়লেন লিটন দাস। অভিষেকের পরেই ম্যাচেই থাকলেন না কলকাতার একাদশে। হারের হালি পূরণ করেছেন নাইটরা। নিতিশ রানার দলকে ৪৯ রানে হারিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠেছে মহেন্দ্র সিং ধোনীর চেন্নাই সুপার কিংস।
আগে ব্যাট করা চেন্নাই সুপার কিংস অজিস্কা রাহান ও শিবম দুবের ব্যাটে ২৩৫ রান তুলে। জবাবে খেলতে নামা কলকাতা নাইট রাইডার্সকে জেসন রয় ও রিংকু সিংয়ের হাফ সেঞ্চুরির পরও ১৮৬ রানে থামতে হয়েছে।
ইডেনে টস হেরে ব্যাট করতে নামা চেন্নাই সুপার কিংস অজিস্কা রাহানে ও শিবম দুবের হাফ সেঞ্চুরিত নির্ধারিত ওভারে চার উইকেটে ২৩৫ রান তুলে। দলের পক্ষে ইনিংস সর্বোচ্চ ৭১ রান করে অপরাজিত থাকেন রাহানে। ২৯ বলে ছয় চার ও পাঁচ ছক্কায় সাজিয়েছেন নিজের ইনিংসটি। আরেক হাফ সেঞ্চুরিয়ান শিবম দুবে দুই চার ও পাঁচ ছক্কায় ২১ বলে ৫১ রান করেছেন। ৩৫ রান এসেছে ঋতুরাজের ব্যাট থেকে।
কলকাতার হয়ে বরুশ ও সুরেশ শর্মারা ১টি করে উইকেট লাভ করেছেন।
২৩৬ রানের টার্গেটে ব্যাট করতে নামা কলকাতা নাইট রাইডার্স জেসন রয় ও রিংকু সিংয়ের হাফ সেঞ্চুরিতেও জিততে পারেনি। নির্ধারিত ওভারে ৮ উইকেটে ১৮৬ রান তুলতে সমর্থ হয় দলটি। ইনিংস সর্বোচ্চ ৬১ রান করেন জেসন রয়। ২৬ বলের ইনিংসে পাঁচটি করে চার ও ছক্কা হাঁকিয়েছেন তিনি। তিন চার ও চার ছক্কায় ৩৩ বলে ৫৩ রান করে অপরাজিত থাকলেও দলের হার এড়াতে পারেননি রিংকু সিং। ২৭ রান এসেছে অধিনায়ক নিতিশ রানার ব্যাট থেকে।
চেন্নাইয়ের হয়ে তুষার ২টি উইকেট লাভ করেন।
সাত ম্যাচে পাঁচ জয়ে ১০ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে উঠেছে চেন্নাই। ৮ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছেন রাজস্থান রয়্যালস।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০
Discussion about this post