স্পোর্টস ডেস্কঃ বৃহস্পতিবার রাতে কলকাতা নাইট রাইডার্সকে ৪ উইকেটে হারিয়েছে দিল্লি ক্যাপিটালস। নিজেদের ষষ্ঠ ম্যাচে এসে লিটন দাস, আন্দ্রে রাসেলদের দলকে হারিয়ে প্রথম জয়ের দেখা পেয়েছে দলটি। এর আগে টানা পাঁচ ম্যাচ হেরে বিধ্বস্ত ছিল দিল্লি শিবির।
আসরে প্রথম জয়ের পর স্বাভাবিকভাবেই স্বস্তিতে থাকার কথা দিল্লির। তবে স্বস্তিতে নেই ফ্র্যাঞ্চাইজিটি। দিল্লি ক্যাপিটালসের টিম ডিরেক্টর সৌরভ গাঙ্গুলি শুনিয়েছেন, ব্যাটিং নিয়ে দুঃশ্চিন্তার কথা। দলের ব্যাটারদের পারফম্যান্সে খুব একটা খুশি নয় টিম ম্যানেজম্যান্ট। তবে দল জেতায় খুশি সৌরভ। ২৫ বছর আগে যেমন প্রথম টেস্ট রান পেয়েছেন, সেই অনুভূতি মনে হচ্ছে তাঁর।
সৌরভ বলেন, ‘আসলে জিততে পেরে খুশি। ডাগআউটে বসে ভাবছিলাম যে, এটা আমার ২৫ বছর আগে প্রথম টেস্টে রান পাওয়ার মতো (অনুভূতি)। আমরা ভাগ্যবান ছিলাম আজ।’
দলের ব্যাটিং নিয়ে সৌরভ বলেন, ‘মৌসুমে এর আগেও ভালো বোলিং করেছি আমরা। কিন্তু সমস্যা হচ্ছে ব্যাটিংয়ে। আমাদের নিজেদের ভুলগুলো খুঁজতে হবে। দেখতে হবে কীভাবে আরও ভালো করতে পারি। স্পিনাররা ভালো বল করেছে। আমি জানি আমরা ভালো খেলিনি এবং আরও ভালো ব্যাট করার উপায় খুঁজতে হবে। আমাদের ছেলেদের কঠোর পরিশ্রম করে নিজেদের ফর্মে ফিরতে হবে। সেটা পৃথ্বী, মনীষ কিংবা মার্শ হোক। তারা দলের গুরুত্বপূর্ণ খেলোয়াড়।’
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/সা