নিজস্ব প্রতিবেদকঃ আয়ারল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে বড় সংগ্রহের পথে ভালোই এগোচ্ছে বাংলাদেশ। তবে মাঝের ওভারে দ্রুত উইকেট হারিয়েছে টাইগাররা। লিটন দাস-সাকিব আল হাসান-নাজমুল হোসেন শান্ত ফিরেছেন ইতোমধ্যে। দলীয় ১৯০ রানে চতুর্থ উইকেট হারিয়েছে স্বাগতিকরা।
দলের রান যখন ১৪৩ তখন ফিরে যান লিটন। কার্টিস ক্যাম্ফারের বলে শর্ট মিডউইকেটে সহজ ক্যাচ দিয়েছেন তিনি। ৭১ বলে ৭০ রানের দুর্দান্ত এক ইনিংস খেলেছেন তিনি। ৩ চার ও ৩ ছক্কায় এই ইনিংস সাজিয়েছেন তিনি। এরপর ফিরে যান সাকিবও। ধৈর্য্য হারিয়ে ব্যক্তিগত ১৭ রানে ফিরেছেন বিশ্বসেরা অলরাউন্ডার। আউটের আগে ২ চার হাঁকিয়েছেন তিনি।
সেঞ্চুরি নাগালে ছিল শান্তর। লিটনের মতো উইকেট দিয়ে আসেন তিনি। গ্রাহাম হিউমের বলে কট বিহাইন্ড হয়েছেন ফিরেন এ বাঁহাতি। ৭৭ বলে ৭৩ রান করে আউট তিনি। ক্যারিয়ারের তৃতীয় ফিফটিকে সেঞ্চুরিতে পরিণত করতে পারলেন না শান্ত। ৩ চার ও ২ ছক্কায় তাঁর ইনিংস সাজান তিনি।
লিটন-শান্ত মিলে দ্বিতীয় উইকেটে ১০০ রান যোগ করেন। ৫৯ বলে হাফ সেঞ্চুরি তুলে নেন শান্ত। ওয়ানডেতে এটি তার তৃতীয় হাফ সেঞ্চুরি। ক্রিজে আছেন তাওহিদ হৃদয় ও মুশফিকুর রহিম। ইতোমধ্যে বাংলাদেশ ২০০ রানের ঘর পেরিয়েছে।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/১১০