স্পোর্টস ডেস্কঃ এফএ কাপের কোয়ার্টার ফাইনালে উঠার দৌড়ে চেলসি ৩-২ গোলে হারিয়েছে লিডস ইউনাইটেডকে। জমজমাট লড়াইয়ের দিনে লিডসের হয়ে জোড়া গোল করেন মাতেও জোসেফ। চেলসির হয়ে একটি করে গোল করেন নিকোলাস জ্যাকসন, মাইখাইলো মুদ্রিক ও কনর গ্যালাঘার।
গত রাতে ম্যাচের অষ্টম মিনিটে চেলসির জালে বল পাঠিয়ে লিডসকে এগিয়ে দেন জোসেফ। ১৫তম মিনিটে সেটি শোধ করে দেন নিকোলাস জ্যাকসন। ৩৭ মিনিটে চেলসি ২-১ ব্যবধানে এগিয়ে যায় মিখাইলো মুদরিকের গোলে। কিন্তু ৫৯ মিনিটে জোসেফ লিডসকে আবারও গোল এনে দিলে জয় হাতছাড়ার শঙ্কায় পড়ে চেলসি। তবে ৯০ মিনিটে মরিসিও পচেত্তিনোর দলকে আনন্দে ভাসান গ্যালাঘার।
এদিকে দিনের অন্য ম্যাচে নটিংহাম ফরেস্টকে ১-০ ব্যবধানে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উঠেছে ম্যানচেস্টার ইউনাইটেড। আর সাউদাম্পটনকে ৩-০ গোলে হারিয়ে শেষে আটে জায়গা করে লিভারপুলও। কোয়ার্টার ফাইনালে চেলসি লেস্টার সিটির, লিভারপুল ম্যানচেস্টার ইউনাইটেডের, উলভস কভেন্ট্রির ও ম্যানচেস্টার সিটি নিউক্যাসল ইউনাইটেডের মুখোমুখি হবে। কোয়ার্টার ফাইনালের সবগুলো ম্যাচ অনুষ্ঠিত হবে আগামী মাসের ১৬ তারিখ।
এফএ কাপ কোয়ার্টার ফাইনাল-
ম্যানচেস্টার ইউনাইটেড-লিভারপুল
চেলসি-লেস্টার সিটি
ম্যানচেস্টার সিটি-নিউক্যাসল ইউনাইটেড
উল্ভস-কভেন্ট্রি সিটি।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post