লিডসের নতুন কোচ গ্রাসিয়া

0
41

স্পোর্টস ডেস্কঃ প্রিমিয়ার লিগের ক্লাব লিডস ইউনাইটেডে কোচের পদে এক বছর পূর্ণ হওয়ার আগেই চাকরি হারান জেসি মার্শ। এবার তাঁর জায়গায় নতুন কোচ নিয়োগ দিল ক্লাবটি। এক বিবৃতিতে লিডস জানায়, ওয়াটফোর্ডের সাবেক কোচ হাভি গ্রাসিয়াকে দেওয়া হয়েছে।

গত মার্চে মার্সেলো বিয়েসলার স্থলাভিষিক্ত হয়েছিলেন মার্শ। কিন্তু দায়িত্ব গ্রহণের পর থেকে দলকে প্রত্যাশা অনুযায়ী ফল এনে দিতে পারেন নি তিনি। টানা ব্যর্থতার কারণে লিডস তাকে বিদায় বলে দেয়। নতুন নিয়োগ পাওয়া গ্রাসিয়ার সাথে চুক্তির মেয়াদ সম্পর্কে কিছু জানানো হয়নি। ওয়ার্ক পারমিট পাওয়া সাপেক্ষে কাজ শুরু করবেন তিনি।

৫২ বছর বয়সী স্প্যানিশ কোচ গ্রাসিয়া এর আগে লা লিগার দল ভালেন্সিয়া ও কাতারের ক্লাব আল সাদের দায়িত্বে ছিলেন। তাঁর কোচিংয়ে ২০১৯ সালে এফএ কাপের ফাইনালে খেলেছিল ওয়াটফোর্ড। প্রিমিয়ার লিগে ২৩ ম্যাচে ১৯ পয়েন্ট নিয়ে ১৯তম স্থানে আছে লিডস।

২৪ ম্যাচে ১৫ জয় ও চার ড্রয়ে ৪৯ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছে ম্যানচেস্টার ইউনাইটেড। তাদের চেয়ে ৩ পয়েন্ট বেশি নিয়ে দুইয়ে ম্যানচেস্টার সিটি। এক ম্যাচ কম খেলে ৫৪ পয়েন্ট নিয়ে শীর্ষে আর্সেনাল। তাদের সমান ২৩ ম্যাচে ৪১ পয়েন্ট নিয়ে চার নম্বরে নিউক্যাসল ইউনাইটেড।

এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here