স্পোর্টস ডেস্ক:: ক্রিকেটের বিখ্যাত উইজডেনের ‘লিডিং ক্রিকেটার ইন দা ওয়ার্ল্ড’ হিসেবে নির্বাচিত হয়েছেন অজি ক্রিকেটার প্যাট কামিন্স। অস্ট্রেলিয়ান অধিনায়ক দুর্দান্ত বছর কাটিয়েছেন। ব্যাটে-বলে যেমন ছিলেন সেরাদের তালিকায়, নেতৃত্বেও ছিলেন সেরাদের সেরা। সফল প্যাট কামিন্সের হাতেই তিনি সম্মানের ‘লিডিং ইন দা ওয়ার্ল্ড’র পুরস্কার উঠলো।
উইজেন পুরুষদের পাশাপামি মেয়েদের লিডিং ক্রিকেটারের পুরস্কার বিজয়ীর নামও ঘোষণ করেছে। মেয়েদের ‘লিডিং’ ক্রিকেটারের সম্মান পেলেন ন্যাট সিভার-ব্রান্ট।
উইজডেনের এই পুরস্কার জেতার আগে গত বছর আইসিসির সেরার পুরস্কারও জিতেছেন কামিন্স ও সিভার। ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের গত বছরের বর্ষসেরা পুরস্কার জিতেন দু’জনেই। এবার জিতলেন উইজডেনেরও। পাশাপাশি উইজেডেনের ‘লিডিং টি-২০ ক্রিকেটার’ হয়েছেন এবার হেইলি ম্যাথিউস। ২০ ওভারের ক্রিকেটের সেরায় প্রথম নারী ক্রিকেটার এই ক্যারিবিয়ান অলরাউন্ডার। টানা আট টি-টোয়েন্টিতে ম্যাচ-সেরা হওয়ায় অসাধারণ কীর্তি গড়ে ছিলেন তিনি।
এছাড়াও ‘উইজডেন ট্রফি ফর আউটস্ট্যান্ডিং ইন্ডিভিজুয়াল টেস্ট পারফরম্যান্স’ জিতেছেন এবার ট্রাভিস হেড। উইজডেনের ঐতিহ্যবাহী ও মর্যাদাপূর্ণ স্বীকৃতি ‘বর্ষসেরা পাঁচ ক্রিকেটার’-এর তালিকায় এবার জায়গা পেয়েছেন অস্ট্রেলিয়ার উসমান খাওয়াজা, মিচেল স্টার্ক ও অ্যাশলি গার্ডনার এবং ইংল্যান্ডের হ্যারি ব্রুক ও মার্ক উড।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০
Discussion about this post