স্পোর্টস ডেস্কঃ শেষ ষোলো নিশ্চিত করতে গ্রুপ পর্বের শেষ ম্যাচে এখন লড়ছে নেদারল্যান্ডস। যেখানে তাদের প্রতিপক্ষ স্বাগতিক কাতার। দুই দলের লড়াইয়ে ম্যাচে ইতিমধ্যে এগিয়ে গেছে ডাচরা। গ্যাকপোর করা একমাত্র গোলে লিড নিয়েই প্রথমার্ধ শেষে বিরতিতে গেছে দলটি।
আল বাইত স্টেডিয়ামে ম্যাচের শুরু থেকেই আক্রমণে নেদারল্যান্ডস। বল দখল কিংবা আক্রমণ সবকিছুতেই দাপট ছিল দলটির। ম্যাচের প্রথমার্ধে ৬৯ শতাংশ বল নিজেদের দখলে রাখে ডাচরা। আক্রমণ করে ১০টি শট নিয়েছে সব মিলিয়ে। যার মধ্যে ২টি শট রাখতে পারে লক্ষ্যে। এর একটিই আবার জালে জড়ায় বল।
সেই গোলটি আসে ম্যাচের ২৬তম মিনিটে। ডানদিক থেকে আক্রমণে ক্লাসেন পাস দেন গ্যাকপোর কাছে। আর এই ফরোয়ার্ড সেটি জালে জড়াতে ভুল করেননি বিন্দুমাত্র। আসরে তিন ম্যাচ খেলতে নেমে, তিনটিতেই গোলের দেখা পেলেন গ্যাকপো। যৌথভাবে তিনি এখন সর্বোচ্চ গোলদাতা কাতার বিশ্বকাপের।
শক্তিশালী দলের বিপক্ষে খেলতে নেমে স্বাভাবিকভাবেই আধিপত্য কম ছিল কাতারের। সব মিলিয়ে মাত্র ৩১ শতাংশ বল দখলে রাখতে পারে বিশ্বকাপের স্বাগতিকরা। আর নেদারল্যান্ডের অর্ধে গিয়ে শট নিতে পারে ৩টি। এর মধ্যে ২টি রাখতে পারে লক্ষ্যে।
এই ম্যাচে ৩-৪-১-২ ফরমেশনে নেদারল্যান্ডস দলকে খেলতে নামিয়েছেন লুইস ফন গাল। অপরদিকে ডিফেন্সকে শক্ত রেখে ৫-৩-২ ফরমেশনে খেলতে নেমেছে কাতার।
দুই দলের লড়াইয়ের ম্যাচটি খুব বেশি সমীকরণ নেই। নেদারল্যান্ডসের সামনে পরের রাউন্ডে যাওয়ার সুযোগ রয়েছে। পরের রাউন্ডে যেতে গেলে শুধু ড্র করলেই চলবে তাদের। তবে অঘটনের শিকার হয়ে হারলে বিপদ রয়েছে। অনিশ্চিতায় পড়বে শেষ ষোলো। অন্য ম্যাচের ফলের উপর চেয়ে থাকতে হবে। অপরদিকে স্বাগতিক কাতার সবার আগে ছিটকে গেছে আসর থেকে। তাই তাদের হারানোর কিছু নেই।
১টি করে জয় ও ড্র’তে ৪ পয়েন্ট নিয়ে গোল ব্যবধানে এগিয়ে থেকে গ্রুপে সবার শীর্ষে অবস্থান করছে নেদারল্যান্ডস। আর দুই হারে কোনো পয়েন্ট না নিয়ে সবার নিচে অবস্থান করছে স্বাগতিক কাতার।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/সা