স্পোর্টস ডেস্ক:: তারকায় ঠাসা পূর্ণ শক্তির ব্রাজিল জিততো পারলো না বিশ্বকাপ বাছাইয়ে। আগামি বিশ্বকাপের বাছাই পর্বে ভেনেজুয়েলার বিপক্ষে পয়েন্ট ভাগাভাগি করে মাঠ ছাড়তে হয়েছে নেইমারের দলকে।
১-১ গোলের ‘ড্র’ নিয়ে মাঠ ছেড়েছে ভেনেজুয়েলা। বিশ্বকাপ বাছাইয়ের কনমেবল অঞ্চলে তিন ম্যাচ খেলা নেইমাররা দুই জয় ও এক ‘ড্র’ নিয়ে পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানেই আছে। টানা তিন ম্যাচ জিতে আর্জেন্টিনা আছে শীর্ষে।
ভেনেজুয়েলার বিপক্ষে নেইমাররা অবশ্য ভালো খেলেছে। মাঠ রেখেছিলো নিজেদের দখলেই। পুরো ম্যাচ জুড়েই আধিপত্য দেখিয়েছে ভিনিসিউস জুনিয়র, রদ্রিগোরা। ৭০ শতাংশেরও বেশি সময় বল নিজেদের কাছে রাখে তারা। পাসিং-আক্রমণেও এগিয়ে ছিলো। তবে শেষ পর্যন্ত জেতা হয়নি।
ম্যাচের শুরু থেকেই ব্রাজিল গোলের জন্য মরিয়া হয়ে উঠে। ভেনেজুয়েলাও রক্ষণ দারুণ ভাবে সামলে নিয়ে কয়েকবার আক্রমণে উঠে। তবুও দুই গোলের কোনো পক্ষই প্রথমার্ধে গোল আদায় করতে পারেনি। গোল শুন্য সমতায় ম্যাচ রেখে বিরতিতে যেতে হয় তাদেরকে।
তবে বিরতির পরপরই ব্রাজিল লিড নেয়। ম্যাচের ৫০তম মিনিটে গ্যাব্রিয়েলের গোলে ১-০তে এগিয়ে যায় নেইমাররা। ম্যাচের প্রায় শেষ পর্যন্ত এই লিড ধরে রাখে দলটি।
ভেনেজুয়েলা ম্যাচে ফিরতে মরিয়া হয়ে উঠে। নির্ধারিত সময়ের পাঁচ মিনিট আগেই সমতায় ফিরে দলটি। ম্যাচের ৮৫তম মিনিটে বদলী নামা এডোয়ার্ড বিল্লোর গোলে স্কোর লাইন ১-১ করে দলটি। শেষ মূহুর্তে গোল হজম করায় ব্রাজিলের আর লিড নেওয়া হয়নি। ১-১ গোলের ‘ড্র’ নিয়ে মাঠ ছাড়তে হয়।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০
Discussion about this post