লিড নিয়ে ম্যাচের লাগাম আবাহনীর হাতে

0
70
গোল করার পর উদযাপনে কর্নেলিয়াস স্টুয়ার্ট (ছবিঃ আবাহনী)।

নিজস্ব প্রতিবেদকঃ এএফসি কাপের বাছাইয়ের দ্বিতীয় রাউন্ডে মাঠে লড়ছে আবাহনী লিমিটেড। সিলেট জেলা স্টেডিয়ামে আকাশী-নীলদের প্রতিপক্ষ মালদ্বীপের ক্লাব ঈগলস। বিকাল সোয়া ৩ টায় শুরু হওয়া ম্যাচে ১-০ ব্যবধানে লিড নিয়ে এগিয়ে আছে আবাহনী। এই লিডে ম্যাচের লাগাম ধরে রেখেছে মারিও লেমোসের শিষ্যরা

স্বাগতিকরা ম্যাচের ২১তম মিনিটে গোলের দেখা পায়। দলের বিদেশি ফরোয়ার্ড কর্নেলিয়াস স্টুয়ার্ট হেডে গোল করে এগিয়ে নেন দলকে। ডি-বক্সের ভেতরে লাফিয়ে উঠে দৃষ্টিনন্দন হেডে গোল করেন আবাহনীর এই নাম্বার নাইন। এই গোল নিয়েই বিরতিতে যায় দল। বিরতি থেকে ফিরে এসে এখনও অব্যাহত রেখেছে লিড।

তবে দুই দলের লড়াই ছাপিয়ে আলোচনায় কর্দমাক্ত মাঠ। ফুটবল খেলার জন্য নিশ্চিতভাবেই আদর্শ না এমন মাঠ। যদিও খেলা চলছে। শেষ পর্যন্ত লিড ধরে রাখাই এখন মূল চ্যালেঞ্জ আকাশী-নীলদের জন্য। অপরদিকে ম্যাচে ফিরতে চেষ্টা চালাবে মালদ্বীপের লিগ রানার্স-আপরা।

এই ম্যাচে জিতলে এএফসি কাপের প্লে-অফ রাউন্ডে খেলার সুযোগ পাবে আবাহনী। যেখানে প্রতিপক্ষ হবে ভারতের মোহন বাগান ও নেপালের মাচ্চিন্দ্রার মধ্যকার ম্যাচের জয়ী দল।

এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/সা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here