নিজস্ব প্রতিবেদক:: জাতীয় ক্রিকেট লিগের প্রথম স্তরের প্রথম রাউন্ডের ম্যাচে স্বাগতিক চট্টগ্রামের বিপক্ষে লিড নিয়েছে সিলেট বিভাগীয় দল।
চট্টগ্রাম বিভাগীয় দলকে প্রথম ইনিংসে মাত্র ১৪১ রানে আটকে সিলেট বিভাগীয় জাকির হাসান, অমিত হাসান ও তৌফিক খান তুষারের ব্যাটে লিড নিয়েছে। দ্বিতীয় দিন শেষে সিলেট এগিয়ে আছে ১৬২ রানে। সিলেটের সংগ্রহ সাত উইকেটে ৩০৩ রান।
নিজেদের প্রথম ইনিংসে ব্যাট করতে নামা সিলেট ওপেনার তুষারের ফিফটি, অধিনায়ক জাকির হাসানের ইনিংস সর্বোচ্চ সংগ্রহ ও অমিতের ফিফটিতে ৯৫ ওভারে ৭ উইকেট ৩০৩ রান তুলে দিন শেষ করেছে। ১৬১ বলে ৮৭ রান করেছেন জাকির হাসান। সাত চার ও এক ছক্কার মার ছিলো তার ইনিংসে। আরেক হাফ সেঞ্চুরিয়ান অমিত হাসান ২০৫ বলে চার চার ও এক ছয়ে করেছেন ৬৮ রান। ওপেনার তুষার ৫৩ বলে সাত সাত ও চার ছক্কায় ৬৮ রান করেছেন। ১৯ রান করেছেন ওপেনার তান্না। তৃতীয় দিন আবারো ব্যাট করতে নামবেন ১৩ রানে অপরাজিত থাকা বক্কর ও রাহী।
চট্টগ্রামের হয়ে হাসান মুরাদ ৫টি উইকেট লাভ করেছেন।
এর আগে টস জিতে ফিল্ডিংয়ে নেওয়া সিলেট দারুণ শুরু করে। প্রতিপক্ষকে ১৪১ রানে অলআউট করে নিজেদের প্রথম ইনিংসে প্রথম দিন শেষে সিলেট বিভাগীয় দল ১৫ রান তুলেছে কোনো উইকেট না হারিয়েই। দুই ওপেনার ৪ রানে অপরাজিত থাকা তান্না ও ১১ রানে অপরাজিত থাকা তুষার দ্বিতীয় দিন আবারো ব্যাট করতে নামবেন।
টস হেরে আগে ব্যাট করতে নামা চট্টগ্রাম সিলেটের বোলিং তোপে দাঁড়াতেই পারেনি। ইনিংস সর্বোচ্চ ৩১ রান করেছেন জাতীয় দলের ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল। দ্বিতীয় সর্বোচ্চ ১৬ রান করেছেন সাব্বির হোসেন। ১৫ রান করেছেন পারভেজ ইমন। ১৪ রান করেছেন হাসান মুরাদ।
সিলেটের হয়ে নাবিল সামাত ২৭.১ ওভারে ৮ মেডেনে ৪৭ রানে ৫টি, অভিষিক্ত নাঈম ২০ ওভারে ৮ মেডেনে ২৮ রানে ৩টি, শাহনুর ও সাকিব ১টি করে উইকেট লাভ করেন।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/০০