স্পোর্টস ডেস্কঃ ইন্টারন্যাশানাল লিগ টি-টোয়েন্টির প্রথম আসরে চ্যাম্পিয়ন হলো গালফ জায়ান্টস। ফাইনালে ক্রিস লিনের ঝড়ো ৭২ রানে উড়ে গেল ডেজার্ট ভাইপারস। রোববার টস জিতে গালফ প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয়। আগে ব্যাটিং করে ডেজার্ট নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৪৬ রান করে। জবাবে ১৮.৪ ওভারে ৩ উইকেট হারিয়ে জয় তুলে নেয় গালফ।
১৪৭ রানের জবাবে ব্যাটিংয়ে নেমে তাণ্ডবলীলা চালান অজি ব্যাটার লিন। ইনিংস সর্বোচ্চ ৭২ রান করেন তিনি। ৫০ বল থেকে অপরাজিত থেকে ৯টি চার ও একটি ছক্কার সাহায্যে এই রান করেন লিন। এছাড়া গেরহার্ড ইরাসমাস ৩৩ বলে ৩০ রান ও শিমরন হেটমায়ার ১৩ বলে ২৫ রান করেন। তাতে ৭ উইকেটের জয় পায় গালফ।
এর আগে ব্যাট করতে নেমে শুরুতেই চাপে পড়ে ডেজার্ট। ৪৪ রানের মধ্যে তারা ৪ উইকেট হারিয়ে বসে। তবে ওয়ানিন্দু হাসারাঙ্গার ৫৫ রানে ভর করে ১৪৬ রান তুলতে পারে দলটি। ২৭ বলে ৫৫ রানের দুর্দান্ত ইনিংস খেললেন লঙ্কান অলরাউন্ডার। ছয়টি চার ও ২টি ছক্কা হাঁকান তিনি। গালফের পক্ষে সর্বোচ্চ ৩ উইকেট নেন কার্লোস ব্র্যাথওয়েট।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০