স্পোর্টস ডেস্কঃ এফএ কাপে কোয়ার্টার ফাইনালে ওঠার লড়াইয়ে লিভারপুল জিতেছে সহজেই। অ্যানফিল্ডে সাউদাম্পটনের বিপক্ষে ৪৪ মিনিটে প্রথম গোল এনে দেন লুইস কোমাস। আর ৭৩ ও ৮৮ মিনিটে পরপর দুই গোল করেন জেদান ডেনস। এই ম্যাচেও লিভারপুলের নিয়মিত একাদশের বেশির ভাগ খেলোয়াড় চোটের কারণে মাঠের বাইরে ছিলেন।
বদলি নেমে ১৫ মিনিটের মধ্যে দুই গোল করে লিভারপুলের জয়ের নায়ক ডেনস। ম্যাচ শেষে তাই স্বপ্নপূরণের উচ্ছ্বাসে উড়ছেন এই উঠতি তারকা। তিনি জানান, তার জীবনের সেরা দিন এটি। ডেনস বলেন, ‘আজ এর চেয়ে খুশি হতে পারতাম না আমি। আজ আমার জীবনের সেরা দিন। ছোটবেলা থেকেই লিভারপুলের খেলা দেখে আসছি এবং অ্যানফিল্ডের কপ প্রান্তে গোল করাটা স্বপ্নের চেয়েও বেশি কিছু।’
ডেনস আরও বলেন, ‘লিগ কাপের ফাইনালে আমার সামনে গোল করার কয়েকটি সুযোগ এসেছিল… আমি গোল উদযাপনের অনুভূতি কেমন ভাষায় বর্ণনা করতে পারব না। আমার স্বপ্ন সত্যি হয়েছে। অসাধারণ এক অনুভূতি। যখন আমার অভিষেক হয়, তখন আমার বাবা কেঁদেছিলেন, তাই আমি জানি না তিনি এখন কী করতে চলেছেন।’
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post