লিভারপুল এখন সালাহর ক্লাব- ক্লপ

0
9

স্পোর্টস ডেস্কঃ লিভারপুলের সঙ্গে মোহাম্মদ সালাহ’র নতুন করে চুক্তি হয়েছে। নতুন চুক্তি অনুযায়ী আরও তিন বছর তিনি লিভারপুলেই থাকবেন এই মিশরীয় তারকা। তবে তার বেতন কতো হবে সেটা অবশ্য এখনো জানা যায়নি। তবে ধারণা করা হচ্ছে তিনি লিভারপুলের সর্বোচ্চ বেতনভূক্ত খেলোয়াড় হবেন। ব্রিটিশ গনমাধ্যমের খবর, ২০২৫ সাল পর্যন্ত চুক্তি নবায়ন করেছেন সালাহ।

সালাহর নতুন চুক্তিতে উচ্ছ্বসিত লিভারপুল কোচ ইয়ের্গুন ক্লপ। এক সাক্ষাৎকারে এই জার্মান কোচ বলেন, ‘এটি আমাদের জন্য যেমন সেরা সিদ্ধান্ত তেমনি তার জন্যও। আমি মনে করি সে আমাদের সাথেই আছে। এটি এখন তারই ক্লাব। বিগত ৫ বছর সে এখানে কিংবদন্তীর মত পারফর্মেন্স করেছে।’

২০১৭ সালে এএস রোমা থেকে সালাহ লিভারপুলে যোগ দেন। গেল পাঁচ বছরে তিনি অলরেডদের হয়ে ২৫৪ ম্যাচ খেলে গোল করেছেন ১৫৬টি। দীর্ঘদিন থেকে অ্যানফিল্ডে থাকা নিজ দলের ভক্তদের উদ্দেশ্যে বলেন, ‘আশা করি, আপনারা যথারীতি আমাদের পাশে থাকবেন এবং আমাদের সামনে এগিয়ে যেতে সমর্থন যোগাবেন। আমি নিশ্চিত আমরা আবারও ট্রফি জিততে যাচ্ছি।’

এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here