স্পোর্টস ডেস্কঃ চোটের কারণে গোলকিপার থিবো কোর্তোয়াকে লম্বা সময়ের জন্য হারিয়ে ফেলেছে রিয়াল মাদ্রিদ। তাই বাধ্য হয়ে আন্দ্রে লুনিন দিয়ে কাজ চালাতে হচ্ছে সাবেক লিগ চ্যাম্পিয়নদের। গত রাতে লা লিগায় নিজেদের প্রথম ম্যাচে ২৪ বছর বয়সী এই গোলকিপার দারুণ খেলেছেন। অ্যাথলেটিক বিলবাওয়ের বিপক্ষে ম্যাচটি ২-০ গোলে জিতেছে রিয়াল।
লুনিন মৌসুমের শুরুটা যেভাবে করেছেন, তাতে অবশ্য বেশ খুশি রিয়াল মাদ্রিদ কোচ কার্লো আনচেলত্তি। ম্যাচ শেষে এই ইতালিয়ান কোচ বলেন, ‘লুনিন খুব ভালো খেলেছে। সে সুস্থির ও আঁটসাঁট ছিল। উঁচু বলে তার পারফরম্যান্স ভালো ছিল। পেছন থেকে বলের জোগানও দিয়েছে। রক্ষণে আমরা এত ভালো করেছি যে, তাকে আসলে খুব বেশি পরীক্ষায় পড়তে হয়নি।’
শুধু খেলোয়াড়দের ব্যক্তিগত পারফরম্যান্স নিয়েই নয়, দলের খেলা নিয়েও বেশ সন্তুষ্ট আনচেলত্তি। তিনি বলেন, ‘এটা খুবই ভালো পারফরম্যান্স। বিশেষ করে প্রথমার্ধে। দ্বিতীয়ার্ধে আমাদের নিয়ন্ত্রণ এবং ছন্দ কম ছিল। কিন্তু রক্ষণে আমরা ভালো করেছি। যদি আমরা রক্ষণে ভালো করি, তবে আমাদের পারফরম্যান্স আরও দৃঢ় হবে।’
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post