লেগ-স্পিনার রিশাদের ব্যাট হাতে স্বপ্নভঙ্গের দিন

0
0

নিজস্ব প্রতিবেদকঃ জমে উঠেছে বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) নবম আসরের ফাইনাল। মিরপুরের হোম অব ক্রিকেটে আগামীকাল পঞ্চম ও শেষ দিনে অপেক্ষা চলছে দারুণ লড়াইয়ের। শেষ দিনে জিততে হলে ওয়ালটন সেন্ট্রাল জোনের চাই ১৯২ রান। আর বিসিবি সাউথ জোনের প্রয়োজন ৭ উইকেট।

গতকাল তৃতীয় দিন শেষে ৫১ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামা সাউথ জোন সংগ্রহ করে কেবল ১ উইকেটে ৪৩ রান। লিড টপকাতে প্রয়োজন ছিল আর মাত্র ৮ রান। উইকেটে ২২ রান করে পিনাক ঘোষ ও ২০ রান করে অমিত হাসান অপরাজিত ছিলেন। সেখান থেকেই আজ চতুর্থ দিনের খেলা শুরু করেন দু’জন।

নিজেদের দ্বিতীয় ইনিংসে শেষ পর্যন্ত ২৬৮ রানে অলআউট হয় সাউথ জোন। দিনের সবটুকু আলো কেড়ে নিয়েছেন লেগ স্পিনার রিশাদ হোসেন। তবে সেটা নিজের লেগ স্পিন দিয়ে নয়, ব্যাট হাতে। সবাইকে অবাক করে ব্যাট হাতে দুর্দান্ত এক ইনিংস খেলেছেন তিনি। নয় নম্বরে ব্যাট করতে নেমে মাত্র এক রানের জন্য মিস করেন সেঞ্চুরি।

তাইবুরের বলে আউট হবার আগে খেলেছেন ১৩৬ বলে ১০ বাউন্ডারি ও ৪ ছক্কায় ৯৯ রানের ইনিংস। মিডল অর্ডারের ব্যর্থতার দিনে নাসুমের সাথে অষ্টম উইকেটে ৪৩ রানের জুটি, নবম উইকেটে মেহেদী রানার সাথে ৬১ রানের জুটি ও দশম উইকেটে ৪৪ রানের জুটি গড়েন তিনি। কামরুল ইসলাম রাব্বি ২৮ বল খেলে কোনো রান না করে অপরাজিত থাকেন। তবে শেষ ব্যাটার হিসেবে আউট যখন হন রিশাদ, স্বপ্নভঙ্গ হয়। তবে খেলে ফেলেন ক্যারিয়ার প্রথম শ্রেণির ইনিংস। এর আগে নাসুম এদিন ৪১ রানের ইনিংস খেলেন। মেহেদী রানা ১১ রান করেন।

সেন্ট্রালের হয়ে ৫ উইকেট শিকার করেন আবু হায়দার রনি। হাসান মুরাদ, মুকিদুল মুগ্ধ, সৌম্য সরকার ও তাইবুর রহমান ১টি করে উইকেট লাভ করেন।

চতুর্থ ও শেষ ইনিংসে সেন্ট্রালের লক্ষ্য দাঁড়িয়েছে ২১৮ রান। তবে দিন শেষে খুব একটা সুখকর অবস্থানে নেই সেন্ট্রাল। দ্বিতীয় দিন শেষে ৩ উইকেটের বিনিময়ে ২৬ রান করে পার করেছে দলটি। দলীয় ১২, ১৪ এবং ২০ রানে যথাক্রমে প্যাভিলিয়নে ফিরে গেছেন প্রথম ইনিংসে ডাবল সেঞ্চুরি হাঁকানো মিঠুন (৭), আব্দুল মজিদ (৫) ও নাইটওয়াচম্যান হিসেবে নামা হাসান মুরাদ (১)। দিন শেষে সৌম্য ৮ ও সালমান ৫ রান করে অপরাজিতে আছেন।

সাউথ জোনের হয়ে নাসুম ২টি ও অধিনায়ক ফরহাদ রেজা ১টি উইকেট লাভ করেন।

এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/সা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here