লেবাননকে প্রথমার্ধে গোলহীন রাখল বাংলাদেশ

0
194

নিজস্ব প্রতিবেদকঃ ফিফা র‍্যাঙ্কিংয়ে ঢের এগিয়ে থাকা লেবাননের বিপক্ষে সমালতালে লড়াই করল বাংলাদেশ। মঙ্গলবার বসুন্ধরা কিংস অ্যারেনায় ম্যাচের প্রথমার্ধ গোলশূন্যতে শেষ হয়েছে। কয়েকটি ভালো আক্রমণ করলেও গোল করতে হয়েছে বেঙ্গল টাইগারদের ফরোয়ার্ডরা। অন্যদিকে শক্তির বিচারে এগিয়ে থাকা লেবাননও পারে নি গোলের খাতা খোলতে।

২৪ মিনিটে বিশ্বনাথ ঘোষের দুর্বল হেড সহজেই ধরেন লেবাননের গোলরক্ষক মোস্তাফা মাতার। ৩৪ মিনিটে ডান দিক থেকে ফাহিমের ক্রস বক্সে অরক্ষিত মোরসালিনের পায়ের কাছে বল পড়লেও শট নিতে পারেননি। তিন মিনিট পর এগিয়ে যাওয়ার সুযোগ এসেছিল অতিথি দলটির সামনে। বক্সের মাথা থেকে নেওয়া জিহাদ আইয়ুবের শট ক্রসবারের ওপর দিয়ে চলে যায়।

বিরতির আগে আবার সুযোগ এসেছিল বাংলাদেশের সামনে। আবার সেই মোরসালিন সহজ সুযোগ নষ্ট করেছেন। ডান দিক থেকে ফাহিমের নিচু ক্রস ছোট বক্স থেকে বল-পায়ে সংযোগ ঘটাতে পারেননি মোরসালিন। তার পায়ে লেগে বল ক্রস বারের উপর দিয়ে গেলে হতাশা বাড়ে বাংলাদেশের। এই ম্যাচে একাধিক পরিবর্তন নিয়ে খেলছে স্বাগতিকরা।

আগের ম্যাচে বাংলাদেশ একাদশে থাকা সাদ উদ্দিন ও রাকিব হোসেন নেই এই ম্যাচে নিষিদ্ধ। তরুণ ফরোয়ার্ড শেখ মোরসালিন মদ কান্ডে ক্লাব ও জাতীয় দলে নিষিদ্ধ ছিলেন। আর্থিক জরিমানায় ছাড় পাওয়ায় তার আবার জাতীয় দলের দরজা খুলেছে। গত ম্যাচে খেলেছিলেন বদলি হয়ে। রাকিবের অনুপস্থিতিতে আজ সুযোগ পেয়েছেন শুরুর একাদশেই। ডিফেন্ডার সাদ উদ্দিনের জায়গায় খেলছেন ইসা ফয়সাল।

বাংলাদেশ একাদশ: মিতুল মারমা, শাকিল হোসেন, বিশ্বনাথ ঘোষ, তারিক কাজী, ইসা ফয়সাল, মোহাম্মদ হৃদয়, সোহেল রানা, সোহেল রানা জুনিয়র, জামাল ভূঁইয়া, শেখ মোরছালিন ও ফয়সাল আহমেদ ফাহিম।

এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/১১০

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here