নিজস্ব প্রতিবেদকঃ ২০২৬ ফিফা বিশ্বকাপ বাছাইয়ে দ্বিতীয় রাউন্ডের ম্যাচে শক্তিশালী অস্ট্রেলিয়ার বিপক্ষে ৭-০ ব্যাবধানে হেরেছে বাংলাদেশ দল। পরবর্তী ম্যাচে লেবাননের বিপক্ষে আগামী ২১ নভেম্বর বসুন্ধরা কিংস অ্যারেনায় খেলতে নামবে লাল-সবুজের প্রতিনিধিরা। নিজেদের দ্বিতীয় ম্যাচে ঘরের মাঠে মুখোমুখি হবেন জামাল ভূঁইয়ারা।
লেবানন ম্যাচে ফরোয়ার্ড রাকিব হোসেন ও লেফটব্যাক সাদ উদ্দিনকে পাচ্ছে না বাংলাদেশ দল। নভেম্বরে নিজেদের মাঠে মালদ্বীপের বিপক্ষে ম্যাচে হলুদ কার্ড পেয়েছিলেন রাকিব। অ্যাওয়ে ম্যাচে মালেতে একই কার্ড পান সাদ উদ্দিন। এরপর মেলবোর্নে অস্ট্রেলিয়া ম্যাচে এ দুজনেই পেয়েছেন হলুদ কার্ড। ফলে লেবানন ম্যাচে তারা খেলতে পারবে না নিষেধাজ্ঞার কারণে।
লেবাননের বিপক্ষে সাদ-রাকিবকে না পাওয়াটা দলের জন্য বড় ক্ষতি বলে জানিয়েছেন জাতীয় দলের সহকারী কোচ হাসান আল মামুন। তিনি বলেন, ‘আমরা শুক্রবার রাতে দেশে ফিরে জানতে পেরেছি সাদ ও রাকিবকে নিষেধাজ্ঞার কারণে লেবানন ম্যাচে পাওয়া যাবে না। এমন খবর শুনে আমাদের খারাপ লাগছে।’
এদিকে সাদ-রাকিবের বদলি হিসেবে আলমগীর মোল্লা ও দীপক রায়কে ক্যাম্পে ডেকেছেন বাংলাদেশ কোচ হাবিয়ের কাবরেরা। অস্ট্রেলিয়া ও লেবানন ম্যাচের জন্য ৩০ জনের প্রাথমিক দলে ছিলেন এই দুজন। ২৩ জনের চূড়ান্ত দলে তারা জায়গা পাননি। তাই ক্যাম্প ছেড়েছিলেন দল যখন মেলবোর্ন যায়। তবে এবার বাধ্য হয়ে কোচ আবার দুই ফুটবলারকে ক্যাম্পে ডেকেছেন।