স্পোর্টস ডেস্কঃ লা লিগার নতুন মৌসুমে টানা দ্বিতীয় জয় পেয়েছে বার্সেলোনা। গত রাতে অ্যাথলেটিক বিলবাওয়ের বিপক্ষে গোল করেছেন লামিন ইয়ামাল ও রবার্ত লেভানডফস্কি। বার্সেলোনা অলিম্পিক স্টেডিয়াম স্বাগতিকরা জিতেছে ২-১ গোলে। প্রথমার্ধে ইয়ামালের গোলে এগিয়ে যাওয়া হ্যান্সি ফ্লিকের দল বিরতির আগে হজম করে পেনাল্টি গোল। দ্বিতীয়ার্ধে কাতালানদের জয়সূচক গোলটি এনে দেন লেভা।
ম্যাচের ব্যবধান গড়ে দেওয়া গোল নিয়ে বার্সা কোচ হ্যান্সি ফ্লিক বলেন, দ্বিতীয় গোলটি আমাদের দরকার ছিল। লেভা সুযোগটি পেয়েছে এবং কাজে লাগিয়েছে। এটাই তার কাজ এবং বছরের পর বছর ধরেই তা করে আসছে। সে দুর্দান্ত ফুটবলার। অবশ্যই সে প্রথমার্ধে দু-একটি গোল করতে পারত। দিন শেষে, সে গোল স্কোরার এবং সবসময়ই গোল এনে দেয়। আজকে তার গোলই আমাদেরকে জিতিয়েছে এবং তিনটি পয়েন্ট এনে দিয়েছে।’
এদিকে মৌসুমের শুরুতে লেভার এমন ফর্মে দারুণ খুশি ফ্লিক, ‘তাঁকে (লেভা) খুব ভালো করেই চিনি আমি এবং আমার মনে হয় না, তার ফর্মে ফেরার মতো কোনো ব্যাপার আছে। তাকে তো সবসময় এভাবেই পারফর্ম করতে দেখছি। সবসময়ই সে এখন খেলোয়াড়।তার জন্য আমি খুবই খুশি। সে যে শুধু এত গোল করে, তা-ই নয়, তার সামগ্রিক প্রচেষ্টা দেখতে হবে। যেভাবে সে হাই-প্রেসিংয়ে নিজেকে মেলে ধরে এবং কার্যকর হয়ে ওঠে। আমাদের দলের সমন্বয়ের জন্য যা দারুণ। শারীরিকভাবে এখনও সে শতভাগ ঠিক আছে। পুরোপুরি পেশাদার একজন সে, ফিটনেসকে যে দারুণ গুরুত্ব দিয়ে দেখে। সে জানে কীভাবে চাপ সামলাতে হয় এবং আজকে দ্বিতীয়ার্ধে ওরা সমতা ফেরানোর পর আমরা তা দেখেছি।’
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০