স্পোর্টস ডেস্ক:: বড় জয়ে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের নতুন মৌসুম শুরু করলো লেভানডফস্কিদের বার্সেলোনা। নিজেদের প্রথম ম্যাচেই লা লিগার চ্যাম্পিয়নরা অ্যান্ডওয়ার্পকে হারিয়েছে বড় ব্যবধানে।
লিগ শুরুর দিনেই অ্যান্টওয়ার্পদের উড়িয়ে দিয়েছে ফিলিক্স-লেভানডফস্কিরা। এক তরফা ম্যাচে ৫-০ গোলের বড় জয় তুলে নিয়েছে বার্সা। অ্যান্ডওয়ার্পের বিপক্ষে ম্যাচের শুরু থেকেই দুর্দান্ত খেলতে থাকে বার্সা। জোয়া ফিলিক্সের গোলে ম্যাচের শুরুতেই লিড নেয় জাভির দল। ১১তম মিনিটে ১-০ গোলে এগিয়ে যাওয়া লা লিগা চ্যাম্পিয়নদের মিনিট আটেক পরেই আরো এগিয়ে দেন লেভানডফস্কি। তার গোলে ১৯তম মিনিটে বার্সা লিড নেয় ২-০ ব্যবধানে।
এক তরফা ম্যাচে মিনিট তিনেক পরেই বার্সা আবারো এগিয়ে যায়। অ্যান্টওয়ার্প নিজেরা নিজেদের জালেই বল জড়ায়। আত্মঘাতী গোল করেন জেলে বাতাইলে। বিরতির আগেই ৩-০ ব্যবধানে এগিয়ে যায় জাভির দল। প্রথমার্ধে আর ম্যাচে ফিরতে পারেনি অ্যান্ডওয়ার্পে।
বিরতির পরও বার্সার দাপটে অসহায় হয়ে পড়ে প্রতিপক্ষরা। মিনিট দশেকের মধ্যে পাবলো গ্রাবিয়েল ব্যবধান ৪-০ করেন। ৫৪তম মিনিটে তার গোলেই বার্সা গোলের হালি পূর্ণ করে। ম্যাচের ৬৬তম মিনিটে অ্যান্টওয়ার্পের কফিনে শেষ পেরেক ঠুকে দেন জোড়া গোল দাতা জোয়া ফিলিক্স। ম্যাচে বাকী সময়ে আর কোনো দল গোল করতে পারেনি। ৫-০ গোলের বড় জয় নিয়ে মাঠ ছাড়ে জাভির শিষ্যরা।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০
Discussion about this post