লেভানডফস্কির জন্য ৫০ মিলিয়ন চায় বায়ার্ন মিউনিখ

0
9

স্পোর্টস ডেস্কঃ চুক্তির মেয়াদ এক বছর বাকি থাকতেই যেকোনো মূল্যে বায়ার্ন মিউনিখ ছাড়তে চান রবার্ট লেভানডফস্কি। এই খবর পুরোনো হয়ে গেছে। ভবিষ্যত গন্তব্য হিসেবে জোরেশোরে আলোচনায় এসেছে বার্সেলোনার নাম। নতুন মৌসুমেই নাকি কাতালানদের জার্সিতে দেখা যেতে পারে এই ফুটবলারকে।

লেভানডফস্কিকে নিয়ে দুই পক্ষের মাঝেই আলোচনা চলে আসছে। পোল্যান্ড ফরোয়ার্ডের জন্য বেশ অর্থই চেয়ে বসেছে বায়ার্ন। ৫০ মিলিয়ন ইউরো পেলেই নাকি এই তারকা ফুটবলারকে ছেড়ে দিবে বাভারিয়ানরা। স্প্যানিশ গণমাধ্যম জানিয়েছে এই চাহিদার কথা। বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ ৪৯০ কোটি টাকা।

মূলত বার্সা কোচ জাভি হার্নান্দেজের আগ্রহের কেন্দ্রে লেভানডফস্কি। আগামী মৌসুমে দলকে ভালো অবস্থানে নিতে একটি শক্তিশালী স্কোয়াড চান তিনি। আর যেখানে দক্ষ গোলস্কোরার হিসেবে লেভানডফস্কিই প্রথম পছন্দ তার। লেভানডফস্কির নিজেরও অনেক আগ্রহ বার্সায় যোগ দেওয়ার ব্যাপারে। আর তাই সেই সুযোগ কাজে লাগিয়ে দামটা বেশ বাড়িয়ে নিয়েছে বায়ার্ন। এছাড়া এই একই পরিমাণ অর্থ দিয়ে ২০১৪ সালে লেভানডফস্কিকে দলে ভিড়িয়েছিল জার্মান চ্যাম্পিয়নরা।

তবে বার্সা অবশ্য এত অর্থ দিতে রাজি না। স্প্যানিশ গণমাধ্যমের মতে, সর্বোচ্চ ৪০ মিলিয়ন ইউরো দিতে পারবে বলে জানিয়েছে বার্সা। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ প্রায় ৩৯৩ কোটি টাকা। এর সাথে বড় কোনো শিরোপা জিতলে ৫ মিলিয়ন অতিরিক্ত যোগ হতে পারে।

তবে বায়ার্ন অনেকটা এক দামেই বসে আছে। কিন্তু বার্সাও নাছোড়বান্দা এই ব্যাপারে। এর মধ্যে বায়ার্ন বিকল্প হিসেবে লিভারপুল থেকে সাদিও মানেকে নেওয়ার দিকে এগোচ্ছে। সব মিলিয়ে তাই দুই পক্ষ সমঝোতায় পৌঁছার দ্বারপ্রান্তেই বলে গুঞ্জন রয়েছে। খুব শীঘ্রই চূড়ান্ত একটা সিদ্ধান্ত আসতে পারে বলে জানা গেছে এই ব্যাপারে। আর সেটা হলে, আগামী মৌসুমে বার্সার জার্সি গায়ে মাঠ মাতাতে দেখা যেতে পারে ৩৩ বছর বয়সী লেভানডফস্কিকে।

এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/সা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here